কলকাতা: শুক্রবারও আরও তিনজন গ্রেফতার হয়েছে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায়। তাদের মধ্যে একজনকে পুলিশের গাড়িতে তোলা হলে মিডিয়াকে দেখে অশ্লীল ইঙ্গিত দেখালেন ওই অভিযুক্ত। যার ফলে প্রশ্ন উঠছে গ্রেফতারির পরও কীভাবে আসে এত উদ্ধত্য?
ইতিমধ্যে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন বারোজন। সূত্রের খবর, পুলিশের নজরে রয়েছেন আরও একাধিক। চলছে তদন্তের কাজ। কিন্তু এই পরিস্থিতিতে একজন গ্রেফতার হওয়া অভিযুক্ত কীভাবে মিডিয়াকে দেখে এইভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করলেন সেই বিষয়ে প্রশ্ন উঠছে। প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় নাম জড়ানোর পরও তাঁর যে সামান্য হেলদোল নেই তা কিন্তু তাঁর বাহ্যিক অঙ্গভঙ্গি থেকেই পরিচিত।
মনোবিদ বিদিতা ভট্টাচার্য বলেন, “কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিবাদ এবং ঔদ্ধত্যতের বিষয় আমরা দেখতে পাচ্ছি। কী হতে চলছে ভবিষ্যতে সেই ধারণা নেই। তার থেকেও বড় বিষয় হল অপরাধবোধের অভাব রয়েছে বলেই মনে হচ্ছে।”
উল্লেখ্য, ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য। যাদবপুর ববিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও উঠে এসেছে র্যাগিংয়ের তত্ত্ব। ঘটনার তদন্তে নেমেছে লালবাজার।আগেই গ্রেফতার করা হয়েছিল ৯ জনকে। শুক্রবার গ্রেফতার করা হয় আরও তিন জনকে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১২। এদিন গ্রেফতার করা হয়েছে শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায়কে। এরমধ্যে নাসিম যাদবপুরের প্রাক্তনী বলে জানা গিয়েছে। রসায়নে স্নাতকোত্তর পাশ আউট। অন্যদিকে হিমাংশুর পড়াশোনা গণিত নিয়ে। সেও প্রাক্তনী। সত্যব্রত রায়ের পড়াশোনা চলছে কম্পিউটার সায়েন্স নিয়ে। বর্তমানে সে চতুর্থবর্ষের ছাত্র বলে জানা যাচ্ছে। এই সত্যব্রতই ঘটনার দিন ডিনকে ফোন করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ফোন করে মিথ্যা ঘটনার ন্যারেটিভ দিয়েছিল বলে জানতে পারা যাচ্ছে।