অভিষেকের নাম করে টাকা চাওয়ার অভিযোগ, আরও এক BJP বিধায়ককে তলবের পথে কলকাতা পুলিশ

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 29, 2024 | 12:00 AM

Kalna: কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে দেখা করার কথাও বলা হয়। দেখা না করলে পদ চলে যাওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। তারপরই চাওয়া হয় টাকা। আইপ্যাক ডিরেক্টর প্রতিম জৈনেরও নাম নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্পষ্ট বলা হয়, 'আপনাদের সরিয়ে দেওয়া হবে। থাকতে গেলে দেখা করুন। টাকা নিয়ে আসুন।'

অভিষেকের নাম করে টাকা চাওয়ার অভিযোগ, আরও এক BJP বিধায়ককে তলবের পথে কলকাতা পুলিশ
তদন্তে পুলিশ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে পুরপ্রধানদের ফোন করে পাঁচ লাখ টাকার দাবি, নাহলে পদ চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে উত্তরের দুই বিজেপি বিধায়কের। ইতিমধ্যেই কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছিল কলকাতা পুলিশ। আর এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলছে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোন আসে। সেই ফোনেই পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। শেক্সপিয়ার সারণি থানায় অভিযোগ দায়ের হতেই ময়দানে নামে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে কিড স্ট্রিটের বিধায়ক হোস্টেল থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এ দিকে এই ঘটনায় নিখিলরঞ্জন দে-র নাম জড়াতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সম্প্রতি কোনও অতিথির জন্য স্পিকারকে চিঠি দেননি। স্পষ্ট বলেছেন এ কথা। উল্টে তাঁর অভিযোগ, রেলের টিকিট নিশ্চিত করতে বিজেপি বিধায়কদের সই জাল করা হচ্ছে।

 

Next Article