কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে পুরপ্রধানদের ফোন করে পাঁচ লাখ টাকার দাবি, নাহলে পদ চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে উত্তরের দুই বিজেপি বিধায়কের। ইতিমধ্যেই কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছিল কলকাতা পুলিশ। আর এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলছে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোন আসে। সেই ফোনেই পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। শেক্সপিয়ার সারণি থানায় অভিযোগ দায়ের হতেই ময়দানে নামে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে কিড স্ট্রিটের বিধায়ক হোস্টেল থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।
এ দিকে এই ঘটনায় নিখিলরঞ্জন দে-র নাম জড়াতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সম্প্রতি কোনও অতিথির জন্য স্পিকারকে চিঠি দেননি। স্পষ্ট বলেছেন এ কথা। উল্টে তাঁর অভিযোগ, রেলের টিকিট নিশ্চিত করতে বিজেপি বিধায়কদের সই জাল করা হচ্ছে।