কলকাতা: মাস দেড়েক আগে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় নাম জড়ায় বিহারের দুষ্কৃতীদের। বিহার থেকে রাজ্যে অস্ত্র আসছে বলেও অভিযোগ ওঠে। এবার বিহার থেকে বাংলায় অস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ল এক অস্ত্র ব্যবসায়ী। ধৃতের নাম মেহতাব আলম। কলকাতা সংলগ্ন এলাকায় কাকে অস্ত্র বিক্রি করতে এসেছিলেন তিনি, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
উত্তর ২৪ পরগনার নারায়ণপুর থেকে মেহতাব আলমকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। তাঁর কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। মেহতাব আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ী। বিহার থেকে অস্ত্র এনে কলকাতা সংলগ্ন এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল। বিহারের ভাগলপুর থেকে এসেছিলেন তিনি।
মেহতাবের কাছ থেকে কে বা কারা অস্ত্র কিনতে চেয়েছিলেন? এর উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেহতাবকে। সূত্রের খবর, কার কাছে অস্ত্র বিক্রি করতে এসেছিলেন, তা নিয়ে মুখ খুলছেন না ধৃত ব্যক্তি। বছরের একেবারে শেষে এই ধরনের অস্ত্র বিহার থেকে এনে কলকাতা সংলগ্ন এলাকায় বিক্রি করার বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে গোয়েন্দাদের। ইতিমধ্যে মুর্শিদাবাদ, ক্যানিং থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরের জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে। এই পরিস্থিতিতে বিহার থেকে বাংলায় অস্ত্র বিক্রি নিয়ে সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।