Malaysian PM on Manmohan Singh: ‘তখন জেলে ছিলাম, আমার সন্তানদের জন্য…’, ‘বন্ধু’ মনমোহনের মহানুভবতার কথা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Malaysian PM on Manmohan Singh: বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন মনমোহন সিং। ৯২ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর মহানুভবতার দিক তুলে ধরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।

Malaysian PM on Manmohan Singh: 'তখন জেলে ছিলাম, আমার সন্তানদের জন্য...', 'বন্ধু' মনমোহনের মহানুভবতার কথা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মনমোহন সিংয়ের মহানুভবতায় মুগ্ধ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম
Follow Us:
| Updated on: Dec 27, 2024 | 7:46 PM

নয়াদিল্লি: তিনি মিতভাষী। শত সমালোচনার মাঝে নীরব থেকেছেন। নীরবেই নিজের কাজ করে গিয়েছেন। দশ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু, মনমোহন সিংয়ের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে পারেনি বিরোধীরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের পর এবার তাঁর মহানুভবতার কথা তুলে ধরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।

গতকাল রাতে প্রয়াত হয়েছেন মনমোহন সিং। ৯২ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর মহানুভবতার দিক তুলে ধরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতের আর্থিক সংস্কারের রূপকার ছিলেন তিনি।” নয়ের দশকে মালয়েশিয়ার অর্থমন্ত্রী ছিলেন আনওয়ারও। ভারতের আর্থিক সংস্কার প্রত্যক্ষ করেছেন। রাজনীতিতে মনমোহন সিংকে বেমানান বলে মন্তব্য করেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রনেতা হিসেবে তিনি অটল ও অবিচল ছিলেন। তাঁর পরম্পরা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করে আনওয়ার ইব্রাহিম।

এরপরই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ১৯৯৮ সালে আনওয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। সেইসময় মনমোহন সিং সাহায্যের হাত বাড়ান বলে জানান আনওয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমার পরিবারের উপর থেকে চাপ কমাতে সন্তানদের স্কলারশিপ দিতে চেয়েছিলেন তিনি।” আনওয়ার জানান, বিশেষ করে তাঁর পুত্র ইহসানের টিউশন ফি দিতে চান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “রাজনৈতিকভাবে তখন তা সমীচীন ছিল না কিংবা তৎকালীন মালয়েশিয়া সরকার তা ভালভাবে নিত না, তারপরও সাহায্য করতে চেয়েছিলেন মনমোহন সিং।”

এই খবরটিও পড়ুন

মনমোহন সিংয়ের মহানুভবতার কথা উল্লেখ করে আনওয়ার লেখেন, “কারাদণ্ডের সেই অন্ধকার দিনগুলিতে, তিনি সত্যিকারের বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর মহানুভবতা এই ঘটনা থেকেই বোঝা যায়। তাঁর এই মহানুভবতা আমার হৃদয়ে চিরকালের জন্য থাকবে।” শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, “বিদায় আমার বন্ধু, আমার ভাই মনমোহন।”

প্রসঙ্গত, মনমোহন সিংয়ের সঙ্গে রাজনীতির যোগ অনেক পরে ঘটে। একসময় অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি। তারপর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান-সহ একাধিক দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে দেশের অর্থমন্ত্রী হন। তাঁর উদার অর্থনীতিতে জেরে বদলে যায় ভারতের আর্থিক চেহারা। আর ২০০৪ সাল থেকে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন। শত সমালোচনার মাঝেও নীরব থেকেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, সমকালীন সংবাদমাধ্যম কিংবা সংসদে বিরোধী দলের তুলনায় ইতিহাস আমার প্রতি সদয় থাকবে।”