Sourav Ganguly on Manmohan Singh: ‘মনমোহন আমাকে মেসেজ পাঠিয়েছিলেন’
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'ওনার আত্মার শান্তি কামনা করি। ৯২ বছর বয়স হয়েছিল। উনি একটা ভালো জীবন অতিবাহিত করেছেন।
কলকাতা: ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর ভারতের প্রধানমন্ত্রী সেই সময় মনমোহন সিং (Manmohan Singh)। ১০ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সেই তিনি বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। দেশজুড়ে শোকের আবহ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তাই তাঁকে বৃহস্পতিবার রাত ৮টায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(AIIMS)-এ এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, রাত ৯টা ১৫ মিনিটে প্রয়াণ হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আজ শুক্রবার, টিভি নাইন বাংলাকে এক সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি মনমোহন সিংকে নিয়ে স্মৃতিচারণা করেছেন।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ওনার আত্মার শান্তি কামনা করি। ৯২ বছর বয়স হয়েছিল। উনি একটা ভালো জীবন অতিবাহিত করেছেন। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ১০ বছর। এটা বিরাট সম্মানের। যখন কোনও মানুষ ৯২ বছর বাঁচেন, সেই সময় আর কোনও অভিযোগ থাকে না। সবাইকে একদিন না একদিন যেতে হয়। তিনি অত্যন্ত শিক্ষিত। তাঁকে প্রচুর মানুষ শ্রদ্ধা করত। সিভিলয়ন পোস্টের সবচেয়ে উঁচু জায়গায় তিনি ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তা অত্যন্ত সম্মানের।’
যে সময় ভারতীয় টিমের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তবে কখনও সৌরভের সঙ্গে দেখা হয়নি মনমোহনের। এ নিয়ে মহারাজ বলেন, ‘আমার সঙ্গে সামনাসামনি কোনওদিন তাঁর দেখা হয়নি। কয়েকটা অনুষ্ঠানে দেখা হয়েছে। সেভাবে কখনও কথা হয়নি। আমরা যখন ২০০৪ সালে পাকিস্তানে গিয়েছিলাম, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী।’
এই খবরটিও পড়ুন
তবে নাগপুরে শেষ টেস্ট যখন খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই সময় মনমোহন সিং তাঁকে কেরিয়ারের জন্য বার্তা পাঠিয়েছিলেন। সে কথা মনে করে সৌরভ বলেন, ‘নাগপুরে আমি শেষ টেস্ট খেলার পর তিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন।’