26/11 terror attacks accused died: বিচার না হলেও করুণ পরিণতি মুম্বই হামলার অন্যতম জঙ্গির

26/11 terror attacks accused died: জামাত-উদ-দাওয়ার তরফে সংবাদসংস্থা পিটিআইকে বলা হয়, সুগারের সমস্যায় ভুগছিলেন মাক্কি। লাহোরের ওই বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরই মৃত্যু হয় তাঁর।

26/11 terror attacks accused died: বিচার না হলেও করুণ পরিণতি মুম্বই হামলার অন্যতম জঙ্গির
আব্দুল রেহমান মাক্কি
Follow Us:
| Updated on: Dec 27, 2024 | 4:42 PM

লাহোর: ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মুম্বই। সেই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত আব্দুল রেহমান মাক্কির মৃত্যু হল। শুক্রবার সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, লাহোরের একটি বেসরকারি হাসপাতালে লস্কর-ই-তৈবার এই জঙ্গি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাক্কির।

মাক্কি সম্পর্কে মুম্বইয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের শ্যালক। মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত। জামাত-উল-দাওয়ার ডেপুটি প্রধান ছিলেন মাক্কি।

জামাত-উদ-দাওয়ার তরফে সংবাদসংস্থা পিটিআইকে বলা হয়, সুগারের সমস্যায় ভুগছিলেন মাক্কি। লাহোরের ওই বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরই মৃত্যু হয় তাঁর।

এই খবরটিও পড়ুন

জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্যের মামলায় ২০২০ সালে পাকিস্তানের অ্যান্টি টেররিজম কোর্ট তাঁকে ৬ মাসের কারাদণ্ড দেয়। তারপর থেকে প্রকাশ্যে তেমনভাবে দেখা যায়নি। ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ তাঁকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে।

২০০৮ সালে মুম্বইয়ে লস্কর-ই-তৈবার ১০ জঙ্গি হামলা চালিয়েছিল। সেই হামলায় ১৭৫ জনের মৃত্যু হয়। ৩০০ জনের বেশি জখম হন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৯ জঙ্গির মৃত্যু হয়। ধরা পড়ে জঙ্গি আজমল কাসভ। ২০১২ সালের ২১ নভেম্বর তার ফাঁসি হয়।