কলকাতা: মাস কয়েক ধরে বাপের বাড়িতে ছিলেন স্ত্রী। স্থানীয় বাসিন্দারা বলছেন, পারিবারিক বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। সোমবার দুপুরে আচমকা তাঁকে বাড়িতে ডেকে আনেন স্বামী। তারপরই স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই স্বামীকে আটক করেছে পুলিশ। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। ঘটনায় আহত হন মহিলার স্বামীও। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই মহিলার স্বামীকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
সোমবার দুপুরের ঘটনা। জানা গিয়েছে, বিগত সাত মাস ধরে বাপের বাড়িতে ছিলেন ওই মহিলা। আচমকা সোমবার তাঁকে নিজের বাড়িতে ডেকে আনেন তাঁর স্বামী। এরপরই মুখে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ। বাগুইআটি থানা এলাকার কেষ্টপুর রবীন্দ্রপল্লীর ঘটনা। তবে পুরো অভিযোগ অস্বীকার করেছেন স্বামী।
অভিযুক্ত স্বামীর নাম সঞ্জীব দে। ঘটনার পর মহিলার চিৎকারে আশপাশ থেকে লোক ছুটে যায় এবং ওই মহিলাকে উদ্ধার করে। পরে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশকে। ঘটনাস্থলে গিয়েই স্বামী সঞ্জীব দে -কে আটক করে পুলিশ। সঞ্জীবের দাবি, স্ত্রীর ওপর অ্যাসিড হামলা করতে চাননি তিনি। আচমকাই অ্যাসিড গায়ে পড়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।