কলকাতা: রাজনীতিতে এমন একটা সময়ে যখন চারিদিকে কু-কথা এবং কটাক্ষের স্রোত বাঁধ ভেঙে বইছে, তখন বারবারই সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। এ বারও সেই সৌজন্যের ঘাটতি হল না। দেব বুঝিয়ে দিলেন, তিনি যে এখনও তথাকথিত রাজনীতিকদের থেকে অনেকটাই আলাদা। বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর যশকে (Yash) ‘ভাই’ সম্বোধন করে রাজনীতির ময়দানে স্বাগত জানালেন দেব।
বুধবারই ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়েছেন টলি অভিনেতা যশ। তার পর থেকেই অভিনেতার সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে নানা বার্তায়। কিছু বার্তা অবশ্যই শ্লেষাত্মক। তবে যশকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। যাদের মধ্যে রয়েছেন খোদ তৃণমূল (TMC) সাংসদ দেব। নিজের সতীর্থ অভিনেতাকে রাজনীতির ময়দানে যে ভাবে তিনি স্বাগত জানিয়েছেন, তা সাম্প্রতিক রাজনৈতিক আবহে বিরল বলা চলে। বিশেষ করে, যেখানে তৃণমূল ও বিজেপির প্রসঙ্গ আসে, সেখানে সৌজন্যের তোয়াক্কা করা হয় এমন উদাহরণ খুব বেশি নেই।
কিন্তু, দেব কখনই কোনও ট্রেন্ডে গা ভাসাননি। এখনও ভাসাচ্ছেন না। যশকে রাজনীতিতে দু-হাত তুলে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, “রাজনীতির দুনিয়ায় স্বাগত ভাই। তুমি যেই দলের মতাদর্শেই বিশ্বাস করো না কেন আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে থাকবে।” পাল্টা যশও লেখেন, “অনেক ধন্যবাদ বন্ধু। আমাদের মতাদর্শ মেলে না তো কী হয়েছে, আমাদের উদ্দেশ্যটা তো একই, মানুষের সেবা করা।”
Thank you so much buddy… So what our ideologies doesn’t match, our ultimate aim is the same i.e. to serve people… ? https://t.co/5vtVt4wzpR
— Yash (@Yash_Dasgupta) February 18, 2021
উল্লেখ্য, এর আগেও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র একটি টুইটের জবাবে বিরল সৌজন্য দেখিয়েছিলেন এই অভিনেতা তথা তৃণমূলের সাংসদ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ টুইট করে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরকারি মঞ্চে উপস্থিত থাকবেন দেব। তখনই জল্পনা শুরু হয়ে যায়, তবে কি এবার তিনিও গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন।
তবে কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইট করে দেব জানিয়ে দেন, তিনি ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। সঙ্গে জুড়ে দেন, “আমি বরাবর মনে করি রাজনৈতিক সম্পর্কের বাইরে আমাদের পরিচয়ের কথা। আমাদের রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, তোমার জন্যে আমার হৃদয়ে সব সময় ভালোবাসা ও সম্মান আছে।” দেবের এই টুইটে রীতিমতো আপ্লুত হয়ে পাল্টা টুইটে ধন্যবাদও জানান সৌমিত্র। নেটিজেনরাও দুই ভিন্ন মেরুর রাজনীতিকের সোশ্যাল মিডিয়ার এই কথোপকথনকে সাধুবাদ জানিয়েছিলেন।