Aparna Sen: ‘হাতজোড় করে বলছি, মাননীয়া আপনি আসুন’, ষষ্ঠীর সন্ধ্য়ায় অনশন মঞ্চে অপর্ণা সেন

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 09, 2024 | 8:32 PM

Aparna Sen: অনশনকারীদের সঙ্গে মঞ্চে বসে কথা বলেন তিনি। জানতে চান তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান, যাতে তিনি অনশন মঞ্চে উপস্থিত হন।

Aparna Sen: হাতজোড় করে বলছি, মাননীয়া আপনি আসুন, ষষ্ঠীর সন্ধ্য়ায় অনশন মঞ্চে অপর্ণা সেন
অনশন মঞ্চে অপর্ণা সেন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর যখন আন্দোলন শুরু হয়, সেই সময়েও চিকিৎসকের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে পৌঁছে গিয়েছিলেন বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন। আর মহাষষ্ঠীর সন্ধ্যায় ফের একবার চিকিৎসকদের অনশন মঞ্চে পৌঁছে গেলেন অভিনেত্রী। অনশনকারীদের সঙ্গে মঞ্চে বসে কথা বলেন তিনি। জানতে চান তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান, যাতে তিনি অনশন মঞ্চে উপস্থিত হন।

অপর্ণা সেন বলেন, “এরা অনশন করছে নিজেদের জন্য নয়। ডাক্তারদের নিরাপত্তার জন্য, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। এই বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। আপনাদের প্রতিবাদ মিলে যাক এদের প্রতিবাদের সঙ্গে।” আন্দোলনরত চিকিৎসকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,
” ওরা হাসিমুখে বলছে, আমরা ঠিক আছি। কিন্তু আমরা তো জানি ওদের শরীরের কী অবস্থা হচ্ছে।”

এরপর মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে অপর্ণা সেন বলেন, “আপনি নিজে আসুন। আপনি তো অনশন করেছেন, আপনি জানেন অনশন করা কী জিনিস। এদের পাশে দাঁড়ান। এরা তো আপনার সন্তানদের মতো। আমি হাতজোড় করে বলছি, নিজে এসে দাঁড়ান।” কয়েকদিন আগেই TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে  অপর্ণা সেন সরাসরি বলেছেন, ‘সরকার বদল তো দরকার।’ এদিন অপর্ণা সেন ছাড়াও টলিউডের একাধিক শিল্পী উপস্থিত ছিলেন অনশনমঞ্চে, উপস্থিত ছিলেন চৈতি ঘোষাল।

Next Article
Doctors Meeting: মহাষষ্ঠীতেই স্বাস্থ্য ভবনে বৈঠক, ১ ঘণ্টা সময় দিয়ে ডাক্তারদের মেইল পাঠালেন মুখ্যসচিব
Ashok Ganguly: এই লড়াই শাসক দলের ঘুম কেড়ে নেবে: অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়