Adhir Ranjan Chowdhury: বাংলা বলায় পুশব্যাক! রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপের আর্জি অধীরের
Adhir Ranjan Chowdhury: এরপরেই রাষ্ট্রপতির কাছে তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতির আর্জি, এই পরিযায়ীদের হেনস্থা থেকে বাঁচাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন।

কলকাতা: রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেশের একাধিক রাজ্য হেনস্থার মুখে পড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দ্বারস্থ হলেন তিনি।
রবিবার দিল্লিতে পাঠানো সেই চিঠিতে অধীরবাবু জানিয়েছেন, ‘এই শ্রমিকরা প্রত্যেকেই ভারতের নাগরিক। কিন্তু তারপরেও তাদের চলন-বলন, ভাষার কারণে ভুলভাবে বাংলাদেশি তকমা দিয়ে হয়রানির মুখে ফেলে দেওয়া হচ্ছে। এই পরিযায়ী শ্রমিকেরা ভিন্ন রাজ্যে পেটের দায়ে গিয়ে থাকেন। এদের পাঠানো অর্থতে রাজ্যের অর্থনীতিও লাভবান হয়।’
এরপরেই রাষ্ট্রপতির কাছে তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতির আর্জি, এই পরিযায়ীদের হেনস্থা থেকে বাঁচাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন।
উল্লেখ্য, গত মাসে বিধানসভায় অধিবেশন চলাকালীন অন্যান্য রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তারপর থেকেই প্রকাশ্যে এসেছে একের পর এক পুশব্যাকের নজির। সাম্প্রতিককালেই দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় জয় হিন্দ কলোনিতে যথাযথ নথি দেখাতে না পারার অভিযোগে জনা ছয়েক বীরভূমের বাসিন্দাকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। জানা যায়, তারা একই পরিবারের সদস্য।
তাদের পরিজনরা অভিযোগ করেন, বাংলা বলায় নাকি তাদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ। পরে বিএসএফ-র মাধ্য়মে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এরপরই বিজেপি শাসিত রাজ্য তথা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। এমনকি, একুশে জুলাইয়ের আগে রাজপথে ‘বাঙালি-বিদ্বেষীদের’ বিরুদ্ধে মিছিল করার কথাও জানিয়েছে তারা।

