Bratya Basu: ‘কোনও দেরি হয়নি’, অ্যাডমিশন পোর্টাল এখনও না খোলা নিয়ে ‘অঙ্ক’ কষে বোঝালেন ব্রাত্য
Bratya Basu: ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "সব নিয়মমাফিক হবে। সেটা আপনারা দেখতে পাবেন। বেআইনি তো আমরা কিছু করব না। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, সেভাবেই হবে। নিয়মের বাইরে গিয়ে তো কিছু করব না।"

সুমন মহাপাত্র
কলকাতা: মাস খানেক আগে বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। কিন্তু, কলেজে ভর্তির প্রক্রিয়া এখনও শুরু হয়নি। অ্যাডমিশন পোর্টালই এখনও চালু হয়নি। কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? কবে থেকে পড়ুয়ারা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন? এ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। চিন্তায় পড়ুয়া ও অভিভাবকরা। আর এই ভর্তি প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অ্যাডমিশন পোর্টাল ঠিক সময়ে খুলবে বলে পড়ুয়াদের আশ্বস্ত করলেন তিনি। অঙ্ক কষে বোঝালেন, অ্যাডমিশন পোর্টাল খোলার ক্ষেত্রে কোনও দেরি হয়নি।
গত ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। এখনও কেন অ্যাডমিশন পোর্টাল খুলল না? এই নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “কোনও দেরি হয়নি তো। গতবার কবে অনলাইন পোর্টাল খুলেছিল? গতবার অনলাইন পোর্টাল খুলেছিল ১৯ জুন। ফলে আমাদের দেরি হয়নি। ১৯ জুনের আগে এবার পোর্টাল খুলবে। ছাত্রদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।” প্রসঙ্গত, গত বছর উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ হয়েছিল ৮ মে। সেই হিসেব ধরেই শিক্ষামন্ত্রী অঙ্ক কষে বুঝিয়ে দিলেন, ভর্তি প্রক্রিয়া শুরুতে কোনও দেরি হয়নি। তারপরই তিনি বলেন, “পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি রয়েছে। যেহেতু আমাদের দেরি হয়নি, ধরে রাখতে পারেন, সাতদিনের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে।”
হাইকোর্টের নির্দেশে ২০১০ সাল থেকে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। ফলে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের রূপরেখা কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষা দফতরকে চিঠি দিয়েও ওবিসি সংরক্ষণ নিয়ে নির্দিষ্ট কোনও উত্তর পায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওবিসি সংরক্ষণ কত শতাংশ হবে? কারাই বা ওবিসি সংরক্ষণে ভর্তি হতে পারবেন, এ নিয়ে কোনও নির্দেশিকা নেই শিক্ষা দফতরের কাছে।
ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “সব নিয়মমাফিক হবে। সেটা আপনারা দেখতে পাবেন। বেআইনি তো আমরা কিছু করব না। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, সেভাবেই হবে। নিয়মের বাইরে গিয়ে তো কিছু করব না।”

