কলকাতা: তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে খোদ কেন্দ্রীয় সংস্থার অফিসারদের। সশস্ত্র সিআরপিএফ জওয়ান থাকা সত্ত্বেও হামলা আটকানো সম্ভব হয়নি সন্দেশখালিতে। উল্টে সেই কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। শাহজাহান শেখের ডেরায় গিয়ে যে অবস্থার মুখোমুখি হতে হয়েছে, তার থেকে কার্যত শিক্ষা নিল সিআরপিএফ। সুরক্ষা বাড়ল জওয়ানদের। শুধুমাত্র হাতে অস্ত্র থাকলেই আর নিরাপদ বলে মনে করছে না শীর্ষ নেতৃত্ব। এবার থেকে বাধ্যতামূলকভাবে জওয়ানদের হাতে থাকবে ঢাল বা বডি প্রোটেক্টর, মাথায় থাকবে বিশেষ ধরনের হেলমেট। সোমবার সকালেই দেখা গেল সেই ছবি।
বুধবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত শঙ্কর আঢ্যকে। তার আগে ইডি দফতরের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানেই দেখা যাচ্ছে, তাঁদের সঙ্গে রয়েছে হেলমেট, বডি প্রটেক্টর জ্যাকেট, লাঠি, ঢাল। সূত্রের খবর, সন্দেশখালির ঘটনার পর সিআরপিএফ জওয়ানদের সুরক্ষার কথা ভেবে এই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষস্তর থেকে।
সাধারণত জন্মু কাশ্মীর ও বা মাওবাদী অধ্যুষিত ছত্তীশগঢ়ের মতো স্পর্শকাতর এলাকায় এই সজ্জায় দেখা যায় সিআরপিএফ জওয়ানদের। তল্লাশি অভিযানে যাওয়ার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সুরক্ষা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে কোনও তল্লাশি অভিযানে যেতে গেলে এগুলি সঙ্গে রাখতে হবে জওয়ানদের।
উল্লেখ্য, গত শুক্রবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে গেলে ইডি অফিসারদের ওপর হামলা চালায় তাঁর অনুগামীরা। কার্যত এলাকা ছেড়ে প্রাণ বাঁচিয়ে পালাতে হয় অফিসারদের। ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল। ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হয়নি।