Air Pollution: কালীপুজোয় বাজি ফাটিয়ে বিশ্বের চতুর্থ স্থানে চলে গেল কলকাতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2023 | 1:32 PM

Air Pollution: বিশেষজ্ঞদের মতে, এই একিউআই থাকা উচিত ০ থেকে ৫০-এর মধ্যে। ১৫০ থেকে ২০০-র মধ্য়ে পৌঁছে গেলেই বাড়তে থাকে অস্বস্তি। বাড়ে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা। আর ৪০০-র ওপর উঠে গেলে অসুস্থতা বাড়ে লক্ষ্যণীয়ভাবে।

Air Pollution: কালীপুজোয় বাজি ফাটিয়ে বিশ্বের চতুর্থ স্থানে চলে গেল কলকাতা
কালীপুজোর রাতে ফাটল বাজি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিশ্বের সবথেকে দূষিত শহরগুলোর তালিকায় আরও একবার নাম লেখাল কলকাতা। দিল্লি সঙ্গে প্রথম দশেই উঠে এলে তিলোত্তমার নাম। রবিবার ছিল কালীপুজো। নিষেধাজ্ঞা উড়িয়ে শব্দবাজির দাপট চলেছে রাতভর। সেই সঙ্গে বাতাসে মিশছে বিষ। দূষণের মাত্রা চরমে পৌঁছে গিয়েছে। সোমবার সকালে যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বাতাসের গুণমানের নিরিখে বিশ্বের সবথেকে খারাপ অবস্থা দিল্লির। বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে ফের এক নম্বরে জায়গা পেয়েছে রাজধানী দিল্লি। তবে দিল্লির সঙ্গে কলকাতার তফাৎ খুব বেশি নয়।

গত কয়েকদিনে একাধিকবার দিল্লি সর্বাধিক দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে। সোমবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪২০-তে। চার নম্বর স্থানে রয়েছে কলকাতা, সেখানকার একিউআই ১৯৬। এছাড়া মুম্বইয়ের একিউআই ১৬৩। বাণিজ্য নগরী জায়গা পেয়েছে অষ্টমে।

বিশেষজ্ঞদের মতে, এই একিউআই থাকা উচিত ০ থেকে ৫০-এর মধ্যে। ১৫০ থেকে ২০০-র মধ্য়ে পৌঁছে গেলেই বাড়তে থাকে অস্বস্তি। বাড়ে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা। আর ৪০০-র ওপর উঠে গেলে অসুস্থতা বাড়ে লক্ষ্যণীয়ভাবে। একদিকে বহু মানুষ অসুস্থ হতে শুরু করেন আর কারও কারও ক্ষেত্রে বাড়ে পুরনো অসুখও।

কালীপুজোয় রাত ৮ টা পর্যন্ত কলকাতায় দূষণের যে ছবি সামনে এসেছিল, তাতেই উদ্বেগ বেড়েছিল পরিবেশবিদদের। কলকাতা থেকে হাওড়া সর্বত্র কয়েক গুন বেড়ে যায় পিএম২.৫-এর পরিমাণ। কোথাও সেই মাত্রা ছিল ১৫০, কোথাও ২০০। আর রাত ১১ টায় সেই মাত্রা আরও বেড়ে ৫০০ তে পৌঁছে যায়।

Next Article