MNREGA: ১০০ দিনের কাজের টাকার দাবিতে মমতার পাশে অখিল ভারত হিন্দু মহাসভা

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Oct 07, 2023 | 12:08 PM

MNREGA: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকেও হাজির ছিল অখিল ভারত হিন্দু মহাসভা। সেদিন সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী নবান্নে মমতাকে আশ্বাস দিয়েছিলেন, রাজ্যের পাশে থাকবেন। আর এবার একশো দিনের কাজের টাকা আদায়ের জন্যও মুখ্যমন্ত্রীর পাশে অখিল ভারত হিন্দু মহাসভা।

MNREGA: ১০০ দিনের কাজের টাকার দাবিতে মমতার পাশে অখিল ভারত হিন্দু মহাসভা
মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রচূড় গোস্বামী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একশো দিনের কাজের টাকায় বাংলার ‘বঞ্চিতেদর’ পাশে এবার অখিল ভারত হিন্দু মহাসভাও। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকেও হাজির ছিল অখিল ভারত হিন্দু মহাসভা। সেদিন সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী নবান্নে মমতাকে আশ্বাস দিয়েছিলেন, রাজ্যের পাশে থাকবেন। আর এবার একশো দিনের কাজের টাকা আদায়ের জন্যও মুখ্যমন্ত্রীর পাশে অখিল ভারত হিন্দু মহাসভা। রাজভবনের বাইরে যখন ধরনা-অবস্থান চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তখন একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে রাজভবনের সামনে দেখা মিলবে অখিল ভারত হিন্দু মহাসভারও।

সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রাজভবনের সামনে আজ দুপুর ২টোর সময় তাঁদের প্রতিনিধিদল যাবে। একশো দিনের কাজের টাকার দাবিতে রাজ্য সরকারকে সমর্থন জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানাচ্ছেন চন্দ্রচূড়বাবু। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতির বক্তব্য, “অবিলম্বে কেন্দ্রকে ঠিকা শ্রমিকদের হকের ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। এই আন্দোলনের বিষয়ের রাজ্য সরকারকে সমর্থন জানাতে আমরা রাজভবনের সামনে আসছি।”

উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল বাংলার একশো দিনের কাজে ভুক্তভোগীদের নিয়ে দিল্লির দরবারেও গিয়েছিল। কৃষিভবনে গিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর দেখা পাননি। সেদিন কৃষিভবন থেকে অভিষেক-সহ তৃণমূলের গোটা প্রতিনিধিদলকে আটক করেছিল দিল্লি পুলিশ। এক বিবৃতিতে সেই ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। তাঁর বক্তব্য, “দিল্লিতে জনপ্রতিনিধিদের উপর পুলিশি নিগ্রহের নিন্দা করছে অখিল ভারত হিন্দু মহাসভা।”

Next Article