কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গতকালই রাজভবনে চিঠি পাঠিয়েছেন অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে। শুভেন্দুর দাবি, রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাজ্যপালের (C V Ananda Bose) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্যের জন্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করারও দাবি তুলেছেন শুভেন্দু। এই বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব স্পিকার সাফ বুঝিয়ে দিলেন, এই ধরনের মন্তব্য মোটেই ভালভাবে দেখছেন না তিনি।
অখিলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশের প্রসঙ্গে প্রশ্ন করতেই বিধানসভার অধ্যক্ষের স্পষ্ট জবাব, তিনি বিষয়টি শুনেছেন এবং এই ধরনের ঘটনা একেবারেই বাঞ্ছনীয় নয়। বললেন, “রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার কী কারণ আছে! এটা না করলেই ভাল হত।” সঙ্গে স্পিকারের আরও সংযোজন, এই ধরনের মন্তব্যে তাঁর একেবারেই সমর্থন নেই। সাফ জানিয়ে দিলেন, “আমি এটা ভালভাবে নিইনি, এটুকু বলতে পারি।”
কিন্তু এই বিষয়টি কি মুখ্যমন্ত্রীকে জানাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়? যদিও বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার নেই। মুখ্যমন্ত্রীর নজর সব দিকে রয়েছে, সেটাও বুঝিয়ে দেন তিনি। স্পিকার বলেন, “আমি এই ব্যাপারে কেন কথা বলব? মুখ্যমন্ত্রী নিজে জানেন। নিজে দেখছেন। আমি কেন বলতে যাব? আমার তো কিছু বলার দরকার নেই।”
প্রসঙ্গত, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গেও মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে জোর বিতর্ক ছড়িয়েছিল। চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার ফের এক সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। বার বার কেন এই অহেতুক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন মন্ত্রীমশাই? প্রশ্ন করতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে বললেন, সংবাদমাধ্যমে এত খবর দেখানো হচ্ছে। তাই সংবাদমাধ্যমের প্ররোচনাতেই এসব হচ্ছে। যদি বিষয়টি মজার ছলেই বললেন তিনি।