কলকাতা: শীতের মরশুম পড়েছে। কলকাতায় হালকা ঠান্ডা অনুভূত হলেও জেলাগুলিতে বেশ ভালই শীতের আমেজ। কিন্তু বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা থাকছে এ রাজ্যে। কোথায়-কোথায় হবে বৃষ্টি? কী জানাল আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু’এক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে।
তবে ৩০শে নভেম্বর অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহর শেষে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। তবে জমিয়ে শীতের আমেজ রাজ্যে এখনই নয়। কলকাতায় ১৭ ডিগ্রি ও পুরুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ। রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া।