AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য শুনবেন CEO, আজ সর্বদলীয় বৈঠক

All Party meeting at CEO office: বাংলায় এসআইআর শুরু নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও বাড়ছিল। তৃণমূল কংগ্রেস বারবার হুঁশিয়ারি দিয়েছে, এসআইআরের নামে বৈধ ভোটারের নাম বাদ দিলে আন্দোলনে নামবে তারা। সোমবারও নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তাঁরা বরাবরই নির্ভুল ভোটার তালিকার কথা বলে আসছেন। কিন্তু, ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যেন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া না হয়।

SIR নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য শুনবেন CEO, আজ সর্বদলীয় বৈঠক
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2025 | 3:05 AM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। তার আগে বাংলার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার CEO অফিসে সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি। এরপর সাংবাদিক বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

বাংলায় এসআইআর শুরু নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও বাড়ছিল। তৃণমূল কংগ্রেস বারবার হুঁশিয়ারি দিয়েছে, এসআইআরের নামে বৈধ ভোটারের নাম বাদ দিলে আন্দোলনে নামবে তারা। সোমবারও নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তাঁরা বরাবরই নির্ভুল ভোটার তালিকার কথা বলে আসছেন। কিন্তু, ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যেন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া না হয়। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে কুণাল বলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লিতে কমিশনের অফিস ঘেরাও করবে তৃণমূল।

গত কয়েকদিনে বিএলও-দেরও হুঁশিয়ারি দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। ভোটার তালিকা সংশোধনে বিএলও-দের ভূমিকা অপরিহার্য। বিএলও-দের নিরাপত্তা নিয়ে সোমবার প্রশ্নের মুখে পড়ে কমিশন। CEC জ্ঞানেশ কুমার বলেন, “আশা করব, এরকম ধরনের কোনও ঘটনা ঘটনা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন পদক্ষেপ করবে। আমার মনে হয় না এমন কোনও পরিস্থিতি তৈরি হবে, যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে।” এই পরিস্থিতিতে বুধবার সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার(DEO), সব বিধানসভার ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসার(ERO) ও রাজ্যজুড়ে সব বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

বিএলও-দের সঙ্গে বৈঠকের আগেই মঙ্গলবার সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নিতে চান মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন বিকেল ৪টে থেকে সেই বৈঠক শুরু হবে। ওই বৈঠকের পর বিকেল ৬টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখ হবে সিইও মনোজকুমার আগরওয়াল। সেখানে তিনি কী বলেন, সেটাই এখন দেখার।