Dumdum: দমদমের তৃণমূল কাউন্সিলরের স্বামী এক বৃদ্ধার সঙ্গে… সাংঘাতিক অভিযোগ সামনে
Dumdum: ছকিনা বিবির কথায়, "জমিটা আমার মায়ের। সবটা নিয়ে খাচ্ছে জলিল মণ্ডল। সবার কাছে গিয়েছি। বলে কেস করতে। আমরা গরিব মানুষ। কতদিন কেস চালাব? খেতে পাই না।" এলাকার ভাড়াটেরাও বলছেন, "জলিলদাকে ভাড়ার টাকা দিই। এ জমি তো জলিলদারই। ৩ হাজার টাকা ঘরভাড়া দিই।"
কলকাতা: এক বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল এবার। এক বৃদ্ধার জমি কেড়ে নেওয়ার অভিযোগ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডলের বিরুদ্ধে। জলিল নিজেও প্রাক্তন কাউন্সিলর।
একেবারে ঘটনার ঘনঘটা দমদমে। নানা সময় নানা অভিযোগে অভিযুক্ত এই দমদম পুরএলাকা। ছকিনা বিবি এক বৃদ্ধার অভিযোগ, দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সাপুই পাড়া এলাকায় প্রায় ১৮ কাঠা জমি রয়েছে। সেই জমি দখল করে ঘর বানিয়ে বসানো হয়েছে ভাড়াটে।
ছকিনা বিবির কথায়, “জমিটা আমার মায়ের। সবটা নিয়ে খাচ্ছে জলিল মণ্ডল। সবার কাছে গিয়েছি। বলে কেস করতে। আমরা গরিব মানুষ। কতদিন কেস চালাব? খেতে পাই না।” এলাকার ভাড়াটেরাও বলছেন, “জলিলদাকে ভাড়ার টাকা দিই। এ জমি তো জলিলদারই। ৩ হাজার টাকা ঘরভাড়া দিই।”
তবে বেবি মণ্ডল স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মানতে নারাজ। তৃণমূল কাউন্সিলর বেবি মণ্ডল বলেন, “ওরা বাজে কথা বলছে, মিথ্যা কথা। এই জমিটা বহু পুরনো।” জানা গিয়েছে, এই জমি নিয়ে মামলাও হয়েছে। বিচারাধীন বিধাননগর আদালতে। তাহলে আইনি জটিলতায় থাকা জমিতে ঘর উঠে গেল, ভাড়া বসে গেল কীভাবে? সে জবাব অবশ্য বেবি দেননি।
এ নিয়ে দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিং বলেন, “আমার কাছে কোনও অভিযোগ আসেনি। স্থানীয় মানুষজন একজনও আমার কাছে এসে বলেননি। অভিযোগ পেলে আইনি যা ব্যবস্থা নেওয়ার নেব।”