Election Commission of India: ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুর? বাংলায় SIR শুরু আগেই হুলস্থুল কমিশনে
Election Commission of India: বাংলায় SIR নিয়ে জল্পনার মাঝেই রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১০৯টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

কলকাতা: বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে বলে বাড়ছে জল্পনা। এরই মধ্যে বাংলায় ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগ উঠল দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ERO) বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার দুই ইআরও ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুর করছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) অফিস থেকে এই নিয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। অভিযোগ প্রমাণিত হলে ওই দুই অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
বিহারে ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল চলছে। কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-র পর ভোটারদের খসড়া তালিকা থেকে ৬১ লক্ষের নাম বাদ পড়তে পারে বলে জানা গিয়েছে। বিহারের পর অগস্টের শুরুতেই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে রাজ্যের শাসকদল হুঁশিয়ারি দিয়েছে, কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলে রাস্তায় নামবে তারা।
বাংলায় SIR নিয়ে জল্পনার মাঝেই রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১০৯টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরে (SIR)। ২০০২ সালে বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে।
বাংলায় SIR হলে কতজনের নাম বাদ যাবে, তা নিয়ে জল্পনার মধ্যেই নতুন অভিযোগ উঠেছে। ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগ উঠেছে দুই ERO-র বিরুদ্ধে। আর তা নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। ওই দুই অফিসারের বিরুদ্ধে অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন দেখার, অভিযোগ খতিয়ে দেখে কী ব্যবস্থা নেয় কমিশন।

