কলকাতা: টেট (TET 2022) পরীক্ষাকেন্দ্রের ঠিকানা ভুল। আর তার জেরেই পরীক্ষার্থীদের হয়রানি। সাময়িক বিভ্রান্তি কাটিয়ে শেষ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন টেট পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে সল্টলেক চত্বরে। সল্টলেকের (Salt Lake) লবণ হ্রদ বিদ্যাপীঠে রয়েছে টেট পরীক্ষাকেন্দ্র। আর এই ভেন্যুটি হল সল্টলেকের এডি ব্লকে। কিন্তু অ্যাডমিট কার্ডে (TET Admit Card) লবণ হ্রদ বিদ্যাপীঠের ঠিকানা রয়েছে বিডি ব্লকে। ফলে অনেক পরীক্ষার্থী ভুল করে পৌঁছে গিয়েছিলেন বিডি ব্লকে। পরে অবশ্য সঠিক ঠিকানা জানতে পেরে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান তাঁরা। সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার ফলে বড়সড় বিভ্রাট এড়াতে পেরেছেন তাঁরা। কিন্তু অভিযোগ উঠছে, এই বিভ্রান্তিতে পড়ার পর হেল্পলাইন নম্বরে ফোন করা হলেও তাঁরা কোনওরকম সহযোগিতা পাননি।
খড়দহ থেকে আসা এক পরীক্ষার্থী বলছেন, “আমার অ্যাডমিটে যে স্কুলটি হওয়ার কথা, ঠিকানা দেওয়া হয়েছে পাশের স্কুলে। আবার পিনকোড যেটি দেওয়া হয়েছে, সেটি এই এলাকারই নয়। আমি ফোন করেছিলাম হেল্পলাইন নম্বরে, কিন্তু কোনও সাহায্য় পাইনি। অনেকে বলেছিল, ওয়েবসাইটে গিয়ে নতুন করে ডাউনলোড করতে হবে। সেটি করেও কোনও লাভ হয়নি।” ওই পরীক্ষার্থী জানাচ্ছেন, এমন সমস্যা শুধু তাঁর একার নয়, আরও অনেকেরই এই একই বিভ্রান্তির মধ্য়ে পড়তে হয়েছে।
উল্লেখ্য, এর আগে ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেশ কিছু পরীক্ষাকেন্দ্রের বিভ্রান্তি দূর করা হয়েছিল। পূর্বের উল্লেখিত ঠিকানা ও নতুন সংশোধিত ঠিকানার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় রয়েছে লবণ হ্রদ বিদ্যাপীঠেরও। সংশোধিত ঠিকানা হিসেবে এডি ব্লকের কথাও সেখানে উল্লেখ রয়েছে। কিন্তু তারপরও এই বিভ্রান্তি পরীক্ষার্থীদের। তবে এক্ষেত্রেও প্রশ্ন থেকে যাচ্ছে, শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েই কি দায়িত্ব সেরে ফেলা যায়? পরীক্ষার্থীরা যে অভিযোগ তুলছেন, হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য না পাওয়ার? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও স্বস্তির বিষয় পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছাতে পেরেছিলেন পরীক্ষার্থীরা।