কলকাতা: মাস তিনেক আগে র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তোলপাড় হয়েছে রাজ্য। আবারও সেই একই অভিযোগ যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগস্ট মাসে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। তার জেরে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে প্রবল হৈচৈ হয়। এরমধ্যেই চলতি মাসে আরও দু’টি র্যাগিংয়ের ঘটনার অভিযোগ উঠল। বিষয় দু’টি নিয়ে জরুরি ভিত্তিতে অ্যান্টি র্যাগিং স্কোয়াডের মিটিং ডাকতে চেয়েছিলেন এই স্কোয়াডের চেয়ারম্যান ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সন্ময় কর্মকার।
কিন্তু প্রশাসনিক টালবাহানায় তা তিনি ডেকে উঠতে পারেননি- এমন অভিযোগ করে সোমবার অন্তর্বর্তী উপাচার্যকে তিনি চিঠি দিলেন। এই পরিস্থিতিতে তিনি স্কোয়াডের চেয়ারম্যান পদে থাকতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন। সূত্রের খবর, এই দুই ঘটনা হস্টেলে ঘটেনি। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে। একটি ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের এক পড়ুয়ার সঙ্গে। অন্যটি ঘটেছে সল্টলেক ক্যাম্পাসে। অক্টোবর মাসে অভিযোগ জানানো হলেও ঘটনা দু’টি তার কিছু আগে ঘটেছে বলেই জানা যাচ্ছে। এই খবরে আবারও চাপানউতর শুরু।
অগস্টে যাদবপুরের মেইন হস্টেল থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় নদিয়ায় এক কিশোরের। বিএ প্রথম বর্ষে ভর্তি হয়েছিল সে। খুব কম দিন হয়েছিল হস্টেলে আসে। নৃশংসভাবে তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে বলে দাবি করে পরিবার। বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাক্তনী ও সিনিয়রের দিকে অভিযোগের আঙুল ওঠে। এরপর কম তোলপাড় হয়নি। কিন্তু তারপরও এমন অভিযোগ কেন উঠছে, প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।