কলকাতা: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের (Attempt to Murder) চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। শুক্রবার বাঁশদ্রোনী থানা এলাকার সর্দার পাড়ায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
বাঁশদ্রোনীর সর্দারপাড়ার বাসিন্দা বাবু সর্দার। ১১ বছর আগে লাবণী মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত এক বছর ধরে সম্পর্কে তৃতীয় কারও প্রবেশের সন্দেহ ঘিরে ওই দম্পতির মধ্যে ঝামেলা লেগেই থাকত বলে অভিযোগ প্রতিবেশীদের। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ অশান্তি চরম ওঠে। অভিযোগ, এরপরই স্ত্রীর গলায় ছুরি চেপে ধরেন বাবু। গুরুতর আঘাত লাগে তাঁর।
আরও পড়ুন: আজ তৃণমূল ভবনে মহা বৈঠকে নজরে পাঁচ, বড়সড় রদ বদলের ইঙ্গিত
চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসেন। কোনও মতে উদ্ধার করা হয় লাবণীকে। সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে বাঁশদ্রোনী থানার পুলিশ বাবু সর্দারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন কী কারণে এই ঘটনা তা জানতে চায় পুলিশ।