কলকাতা: শহর কলকাতার বুকে চূড়ান্ত অমানবিক ছবি। করোনায় (Corona) মৃত্যু হওয়া রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে রাস্তায় ফেলে পালানোর অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায়। কয়েক ঘণ্টা মৃত স্বামীর পাহারা দিয়ে বসে থাকলেন স্ত্রী। ঘটনায় কাঠগড়ায় কেপিসি হাসপাতাল।
জানা গিয়েছে, পিয়ারলেস হাসপাতালে তাঁর কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে গড়ফার এক বৃদ্ধের। এদিন অসুস্থ স্বামীকে নিয়ে যাদবপুরের কেপিসি হাসপাতালে যান স্ত্রী। অভিযোগ, সেখানে চূড়ান্ত খারাপ ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। পালস অক্সিমিটার দিয়ে টেস্ট করে রোগীর পালস পাওয়া যাচ্ছে না দেখে কার্যত জোর করে তাঁদের অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করা হয়। এর পর বিকেল নাগাদ গড়ফা গার্লস স্কুলের কাছে মৃতের দেহ ফেলে পালান অ্যাম্বুল্য়ান্স চালক। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে থাকে করোনায় মৃত্যু হওয়া বৃদ্ধের দেহ!
মৃতের এক পরিচিতের দাবি, কেপিসি কর্তৃপক্ষই দেহ ফেলে রেখে চলে গিয়েছে। রোগীকে নিয়ে বিকেল চারটের সময় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এর পর কার্যত হুমকি দিয়ে বের করে দেওয়া হয় মৃতের স্ত্রীকে। জানানো হয়, ডেথ সার্টিফিকেট তারা দিতে পারবে না হাসপাতাল। এর পর সাড়ে ছটা নাগাদ মৃতদেহের সঙ্গে তাঁর স্ত্রীকে কার্যত রাস্তায় ছুড়ে দিয়ে পালান অ্যাম্বুল্যান্স চালক। কলকাতায় বৃ্দ্ধ দম্পতি একা থাকতেন। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ছেলে। এই অমানবিক ঘটনায় স্থানীয় থানা, স্বাস্থ্য ভবন, লালবাজারেও অভিযোগ করা হয় বলে জানান তিনি। এদিকে রাত ১০টার পর সেখানে পৌঁছয় পুলিশ।
এ নিয়ে স্থানীয় কাউন্সিলরের মন্তব্য, এমন অমানবিক ঘটনায় তিনি স্তম্ভিত। হাসপাতাল কর্তৃপক্ষের কড়া শাস্তি দাবি করে তিনি আবেদন করছেন বলে জানান। তিনি যোগ করেন, বারবার কেপিসি হাসপাতালের বিরুদ্ধে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এবার তা সমস্ত রেকর্ড ভেঙে দিল।
আরও পড়ুন: মদ্যপ পড়ুয়ার হাতে স্টিয়ারিং! গড়ফায় গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত ১
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কেপিসি হাসপাতাল কর্তৃপক্ষ। কেপিসি জেনারেল ম্যানেজার অপারেশন দেবজ্যোতি হালদারের দাবি, এমন কোনও ঘটনা তাঁদের হাসপাতালে হয়নি। এরকম কোনও রোগীই এদিন হাসপাতালে যাননি বলে দাবি করেন তিনি। অর্থাৎ, পুরো বিষয়টিই অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।