মদ্যপ পড়ুয়ার হাতে স্টিয়ারিং! গড়ফায় গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত ১

কলকাতা: রাতের শহরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ির ধাক্কায় (Accident) মৃত্যু হল সাইকেল আরোহীর। বন্ধুদের নিয়ে সন্ধ্যে থেকেই পার্টি। মদ্যপ অবস্থায় রাস্তায় বেরোনোর পরেই স্টিয়ারিং হাতে নিয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করে গাড়ি। বেপরোয়া সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহীর। আহত হন আরও এক পথচারী। ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিস। গ্রেফতার করা হয় গড়ির […]

মদ্যপ পড়ুয়ার হাতে স্টিয়ারিং! গড়ফায় গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত ১
গড়ফায় গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 4:02 PM

কলকাতা: রাতের শহরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ির ধাক্কায় (Accident) মৃত্যু হল সাইকেল আরোহীর। বন্ধুদের নিয়ে সন্ধ্যে থেকেই পার্টি। মদ্যপ অবস্থায় রাস্তায় বেরোনোর পরেই স্টিয়ারিং হাতে নিয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করে গাড়ি। বেপরোয়া সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহীর। আহত হন আরও এক পথচারী। ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিস। গ্রেফতার করা হয় গড়ির চালক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুভম বন্দ্যোপাধ্যায়কে ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন শুভম বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও। প্রত্যকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। প্রিন্স আনওয়ার শাহ রোড থেকে যাদবপুর হয়ে বাইপাসের দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। শুভমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাঁপুইপাড়া এলাকায় প্ৰথমে রতন সরকার (৪৮) নামের সাইকেলে আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে। এরপরেই ধাক্কা মারে এক পথচারী নিলোৎপল বিশ্বাসকে। কিছুদূর এগিয়ে রাস্তার পাশে থাকা লাইটপোস্টে ধাক্কা মারে গাড়িটি। খবর পেয়েই গড়ফা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে গুরতর আহত অবস্থায় রতন সরকার ও নিলোৎপল বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পথচারী রতন সরকারকে।

আরও পড়ুন: গরু পাচারকাণ্ডে চার বিএসএফ আধিকারিককে তলব সিবিআইয়ের

ঘাতক গাড়ির চালক শুভম বিশ্বাসকে গ্রেফতার করে পুলিস। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় রাতেই। শুভম মদ্যপ অবস্থায় ছিল সে বিষয়ে নিশ্চত হন তদন্তকারীরা। ঘটনাস্থলের আশেপাশে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ, ২৭৯, ৩০৪ (পার্ট-২), ৩০৮, ৪২৭ এবং ১৮৫ মোটর ভেহিকেলস আইনে মামলা রুজু করা হয়। সোমবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে আদালতে তোলা হয়।

আরও পড়ুন: নাড্ডা’র কনভয়ে হামলার জের, কৈলাসকে দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি, জেড প্লাস নিরাপত্তা