Chandrababu Naidu on Modi: ‘আপনিই অনুপ্রেরণা’, মোদীকে আন্তর্জাতিক নেতা বললেন নাইডু
Chandrababu Naidu on Modi: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "আমি সবসময় আপনার কাছ থেকে কিছু না কিছু অনুপ্রেরণা পাই। আপনার কাছ থেকে শিখি। আপনার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছবে। আমরা সবাই আপনার জন্য গর্বিত।"
বিশাখাপত্তনম: তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। বিশ্বের যে প্রান্তেই যান, ‘মোদী, মোদী’ স্লোগান শোনা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রীকে ‘আন্তর্জাতিক নেতা’ বললেন তিনি। একইসঙ্গে মোদীকে তাঁর ‘অনুপ্রেরণা’ বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
বিশাখপত্তনমে একটি অনুষ্ঠান থেকে বুধবার প্রধানমন্ত্রী অন্ধপ্রদেশের জন্য ২ লক্ষ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও সূচনা করেন। সেই অনুষ্ঠান থেকেই মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন নাইডু। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আর শুধু ভারতের নেতা নন। তিনি এখন বিশ্বের নেতা।”
একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “আমি সবসময় আপনার কাছ থেকে কিছু না কিছু অনুপ্রেরণা পাই। আপনার কাছ থেকে শিখি। আপনার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছবে। আমরা সবাই আপনার জন্য গর্বিত।” অন্ধ্রপ্রদেশে বিজেপি ও জনসেনার সঙ্গে হাত মিলিয়ে তাঁর দল টিডিপি-র সাফল্যের কথাও তুলে ধরেন নাইডু।
এই খবরটিও পড়ুন
অন্ধ্রপ্রদেশের অমরাবতী শহরকে সাজিয়ে তোলা হচ্ছে জানিয়ে নাইডু বলেন, “আপনি অমরাবতীর উন্নয়নের জন্য যে শিলান্যাস করেছিলেন, সেখানকার উন্নতি দেখতে আপনাকে আসতে হবে। আপনার আশীর্বাদে সেই কাজ প্রায় শেষের পথে। আপনি যেমন স্বপ্ন দেখেছিলেন, দেশের অন্যতম সেই সেরা শহরের উদ্ঘাটন আপনাকে করতে হবে।”