গরু পাচারকাণ্ডে চার বিএসএফ আধিকারিককে তলব সিবিআইয়ের

তলব করা হবে আরও কয়েকজন আধিকারিককে।

গরু পাচারকাণ্ডে চার বিএসএফ আধিকারিককে তলব সিবিআইয়ের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 5:48 PM

কলকাতা: গরু পাচারকাণ্ডে চার বিএসএফ কর্তাকে তলব করল সিবিআই। তালিকায় রয়েছেন একজন ডিআইজি, দু’জন অ্য়াসিসটেন্ট কমান্ড্যান্ট, একজন ডেপুটি কমান্ড্যান্ট। যদিও সিবিআই সূত্রে খবর, চিঠি দিয়ে তদন্তকারীদের কাছে সময় চেয়েছেন চারজনই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তাঁরা। দু’দিন সময় চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তবে আদৌ তাঁদের সময় দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা করছেন সিবিআই গোয়েন্দারা।

গত সপ্তাহেই ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা শীর্ষকর্তা ও আধিকারিকদের তালিকা জমা পড়ে সিবিআই দফতরে। বিএসএফ’র তরফে সেই তালিকা পাঠানো হয়। এরপরই এই তলব। সূত্রের খবর, তলব-তালিকায় রয়েছে আরও বেশ কিছু নাম। সেইসমস্ত বিএসএফ কর্তাকেও খুব শিগগিরিই ডেকে পাঠাবেন তদন্তকারীরা।

গত সপ্তাহেই আত্মসমর্পণ করেন গরু পাচারকাণ্ডের মূল চক্রী এনামূল। সিবিআই আদালতে দিয়ে আত্মসমর্পণ করেন তিনি। অন্যদিকে সিবিআইয়ের জালে রয়েছেন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারও। অনুমান, এই দুইজনকে জেরা করেই আরও কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।