নাড্ডা’র কনভয়ে হামলার জের, কৈলাসকে দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি

দেখা যায় পুলিসের সামনেই নাড্ডার গাড়িতে লাথি মারছিল কয়েকজন যুবক। যদিও বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন নাড্ডা। কিন্তু কৈলাসের গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। গাড়ির কাচ ভেঙে যায়। 

নাড্ডা'র কনভয়ে হামলার জের, কৈলাসকে দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 6:48 PM

কলকাতা: জেপি ‘নাড্ডা’র কনভয়ে হামলার পর বাড়ানো হল বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (kailash vijayvargiya) নিরাপত্তা। এখন থেকে তিনি জেড নিরাপত্তা ও বুলেট প্রুফ গাড়ি পাবেন।

কৈলাস বলেন, “বাংলার আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সেদিনের হামলার পর আমার চলাফেরার জন্য তাই স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অভিষেক গড়ে সভায় যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপি নাড্ডা। শিরাকোল পৌঁছতেই  নাড্ডার গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে উন্মত্ত এক দল যুূবক। ইট, লাঠি, চ্যালা কাঠ নিয়ে চলে হামলা। দেখা যায়, পুলিসের সামনেই নাড্ডার গাড়িতে লাথি মারছিল কয়েকজন যুবক।  বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন নাড্ডা। কিন্তু কৈলাসের গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। গাড়ির কাচ ভেঙে যায়।

সেদিনের হামলা মারাত্মকভাবে জখম হন কৈলাস বিজয়বর্গীয়। বাঁ হাতে চোট লাগে তাঁর। চোট লেগেছিল দিলীপ ঘোষেরও। ঘটনাকে ঘিরে বাংলায় বিতর্কের ঝড় ওঠে। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। মুকুল রায়রা ৩৫৬ ধারা প্রয়োগের ব্যাপারেও সোচ্চার হন। যদিও ক্ষমতা দখলের এই লড়াইটা প্রজাতান্ত্রিক উপায়েই করবেন বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন: থ্যাতলানো মাথা, চোখে ঠিকরে বেরিয়ে এসেছে, পাড়ার ‘বউ’কে দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা

ডায়মন্ডহারবারের সেদিনের ঘটনার পর কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়ানোর বিষয়টি রাজনৈতিক দিক থেকে বিশেষ তাত্পর্যপূর্ণ।