AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election commission: বাংলায় SIR নিয়ে জল্পনার মাঝে ২০০২-এর ভোটার তালিকা প্রকাশ কমিশনের,আপনি কি আছেন তালিকায়?

Election commission: বস্তুত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল ২০০২ সালে। সেই তালিকাকে ভিত্তি করেই এগোতে চায় কমিশন। এরপর আজ ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয় কমিশনের তরফে।

Election commission: বাংলায় SIR নিয়ে জল্পনার মাঝে ২০০২-এর ভোটার তালিকা প্রকাশ কমিশনের,আপনি কি আছেন তালিকায়?
রাজ্যে এসআইআর শুরুর সম্ভবনা
| Edited By: | Updated on: Jul 28, 2025 | 7:32 PM
Share

কলকাতা: রাজ্যের ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১০৯ টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরে (SIR)। ২০০২ সালে বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে।

বস্তুত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল ২০০২ সালে। সেই তালিকাকে ভিত্তি করেই এগোতে চায় কমিশন। এরপর আজ ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয় কমিশনের তরফে। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের গ্যাপে বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন। রাজ্যগুলিতে শেষ বার এই এসআইআর হয়েছিল ২০০২ সাল থেকে ২০০৪ সালের মধ্যে। আর বিহারে হয় ২০০৩ সালে। কোন ভোটার মৃত, কোন ভোটার অন্যত্র চলে গেছে, আর ভুয়ো ভোটারই বা কে সবটাই খতিয়ে দেখে কমিশন। বিহারে এই প্রক্রিয়াই শুরু হয়েছে। সে নিয়ে বিরোধীরা কম বিরোধিতা করেনি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রায় ৬৪ লক্ষ নাম বাদ গিয়েছে।

বিহারের মতো এ বার পশ্চিমবঙ্গেরও ২৩ বছর আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল কমিশন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেখানে তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই ওয়েবসাইটে গিয়েই ভোটাররা নিজেদের নাম দেখে নিতে পারবেন।