Bangla NewsKolkata Amit Shah and J P Nadda visits Kolkata ahead of Lok Sabha Election 2024 all updates at a glance
Amit Shah, J P Nadda in Kolkata Updates: কালীঘাটে পুজো দিয়েই শুরু বৈঠক, ব্লু-প্রিন্ট বানাতে বসলেন শাহ
Amit Shah and JP Nadda: কলকাতায় আজ ঠাসা কর্মসূচি রয়েছে দু'জনের। লোকসভা ভোটে বাংলায় ভাল ফল করতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেই শহরে এসেছেন বিজেপির দুই মহারথী। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁদের।
Follow Us
কলকাতা: সোমবার গভীর রাতে শহরে এসেছেন মোদীর সেনাপতি অমিত শাহ। এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। কলকাতায় আজ ঠাসা কর্মসূচি রয়েছে দু’জনের। লোকসভা ভোটে বাংলায় ভাল ফল করতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেই শহরে এসেছেন বিজেপির দুই মহারথী। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁদের।
এদিন বেলা প্রায় ১১টা নাগাদ কলকাতার এক পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে তাঁরা রওনা দেন জোড়াসাঁকোয় একটি গুরুদ্বারে। সাড়ে ১১টা নাগাদ এম জি রোডের ধারে সেন্ট্রাল এভিনিউয়ের ওই গুরুদ্বারে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সকাল থেকেই গুরুদ্বারের চত্বর মুড়ে রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। গুরুদ্বার সূত্রে জানা যাচ্ছে, ভিতরে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
গুরুদ্বারের থেকে বেরিয়ে কালীঘাটের মন্দিরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য মন্দির চত্বরে উপচে পড়েছে ভিড়। ব্যারিকেড করে ভিড় সামাল দিচ্ছেন পুলিশকর্মীরা। কালীঘাট মন্দিরের প্রবেশের সময় হাত নেড়ে সকলের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন শাহ। প্রতি শুভেচ্ছাও জানান হাত নেড়ে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই সেখানে সাধারণ ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করা শুরু করেছিল পুলিশ। দু’পাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তবে এসবের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি থেকে নামতেই দু’পাশে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অমিত শাহ ও নাড্ডা কালীঘাটে
কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কলকাতার এক পাঁচ তারা হোটেলে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে হোটেলে ম্যারাথন বৈঠক রয়েছে তাঁদের। প্রথম বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে আরও অনেক প্রথম সারির রাজ্য নেতার থাকার কথা রয়েছে। সূত্রের খবর, মোট ১৭ জন থাকবেন এই বৈঠকে।
সূত্রের খবর, এদিনের শাহি বৈঠকে ১৫ জনের একটি নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন সুকান্ত, শুভেন্দু, দিলীপ… বঙ্গ বিজেপির তিন মহারথীই। এছাড়া চার জন কেন্দ্রীয় অবজার্ভারও এই কমিটিতে রয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
অমিত শাহ ও জে পি নাড্ডার বৈঠকের পরের দিনই জরুরি বৈঠক ডাকল রাজ্য বিজেপি। আগামিকাল (বুধবার) বিজেপির রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
কলকাতা: সোমবার গভীর রাতে শহরে এসেছেন মোদীর সেনাপতি অমিত শাহ। এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। কলকাতায় আজ ঠাসা কর্মসূচি রয়েছে দু’জনের। লোকসভা ভোটে বাংলায় ভাল ফল করতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেই শহরে এসেছেন বিজেপির দুই মহারথী। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁদের।
এদিন বেলা প্রায় ১১টা নাগাদ কলকাতার এক পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে তাঁরা রওনা দেন জোড়াসাঁকোয় একটি গুরুদ্বারে। সাড়ে ১১টা নাগাদ এম জি রোডের ধারে সেন্ট্রাল এভিনিউয়ের ওই গুরুদ্বারে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সকাল থেকেই গুরুদ্বারের চত্বর মুড়ে রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। গুরুদ্বার সূত্রে জানা যাচ্ছে, ভিতরে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
গুরুদ্বারের থেকে বেরিয়ে কালীঘাটের মন্দিরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য মন্দির চত্বরে উপচে পড়েছে ভিড়। ব্যারিকেড করে ভিড় সামাল দিচ্ছেন পুলিশকর্মীরা। কালীঘাট মন্দিরের প্রবেশের সময় হাত নেড়ে সকলের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন শাহ। প্রতি শুভেচ্ছাও জানান হাত নেড়ে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই সেখানে সাধারণ ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করা শুরু করেছিল পুলিশ। দু’পাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তবে এসবের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি থেকে নামতেই দু’পাশে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অমিত শাহ ও নাড্ডা কালীঘাটে
কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কলকাতার এক পাঁচ তারা হোটেলে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে হোটেলে ম্যারাথন বৈঠক রয়েছে তাঁদের। প্রথম বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে আরও অনেক প্রথম সারির রাজ্য নেতার থাকার কথা রয়েছে। সূত্রের খবর, মোট ১৭ জন থাকবেন এই বৈঠকে।
সূত্রের খবর, এদিনের শাহি বৈঠকে ১৫ জনের একটি নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন সুকান্ত, শুভেন্দু, দিলীপ… বঙ্গ বিজেপির তিন মহারথীই। এছাড়া চার জন কেন্দ্রীয় অবজার্ভারও এই কমিটিতে রয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
অমিত শাহ ও জে পি নাড্ডার বৈঠকের পরের দিনই জরুরি বৈঠক ডাকল রাজ্য বিজেপি। আগামিকাল (বুধবার) বিজেপির রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।