শিলিগুড়ি: আজ সকালেই দু’দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগদানের পরই শিলিগুড়িতে বিজেপি (BJP) জনসভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণবঙ্গে তুলনায় উত্তরবঙ্গে বিজেপির ভীত অনেকটাই শক্তিশালী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনই তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করার পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়া প্রসঙ্গ নিয়ে চড়া সুর ছিল অমিতের গলায়। তাৎপর্যপূর্ণভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গলায় বীরভূমের বগটুই ও নদীয়ার সন্দেশখালির প্রসঙ্গও শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। উত্তরবঙ্গের জনসভা থেকে মোদীর প্রধান সেনাপতি বলেন, “দেশে কোথাও কোনও ঘটনা ঘটলে মমতা দিদি সেখানেই তৃণমূলের প্রতিনিধি দল পাঠান। বীরভূমের বগটুইতে শিশু ও মহিলাদের পুড়িয়ে মেরে ফেলা হল, কই সেখানে তো তৃণমূলের কোনও প্রতিনিধি দল যায় নি। বীরভূমের মানুষরা কি আপনার লোক নয়? নদীয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, সেখানেও মমতা কোনও প্রতিনিধি দল পাঠাননি।”
বীরভূমের বগটুইতে মর্মান্তিক নরহত্যার ঘটনা ঘটেছিল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে হত্যা করার পর বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে মহিলা, শিশু সহ মোট ১০ জনের মৃত্যু হয়ছিল। এই ঘটনাই ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, ইতিমধ্যেই ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে নদীয়ার হাঁসখালিতে বার্থ ডে পার্টিতে ডেকে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। হাঁসখালি কাণ্ডেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় হাইকোর্টে ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। একাধিক ঘটনায় বিজেপি, সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির প্রশ্ন তুলেছিল। বিজেপি একাধিকবার ইস্যুগুলিকে হাতিয়ার করে পথেও নেমেছে। অমিতের এদিনের মন্তব্য রাজ্য বিজেপি তোলা দাবিতে সিলমোহর বলেই মনে করছে রাজনৈতিক মহল।