Private Hospitals: বেসরকারি হাসপাতালে আকাশছোঁয়া বিল? খরচে লাগাম টানতে তৎপর স্বাস্থ্য ভবন

Sourav Dutta | Edited By: Soumya Saha

Mar 20, 2023 | 4:28 PM

Private Hospitals: বেসরকারি হাসপাতালে খরচ নির্ধারণ করতে গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি। সোমবার স্বাস্থ্য ভবনে বিশেষ বৈঠকে বসছেন কমিটির সদস্যরা।

Private Hospitals: বেসরকারি হাসপাতালে আকাশছোঁয়া বিল? খরচে লাগাম টানতে তৎপর স্বাস্থ্য ভবন
স্বাস্থ্যভবন

Follow Us

কলকাতা: রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে (Private Hospitals) আকাশছোঁয়া বিলের অভিযোগ বার বার প্রকাশ্যে এসেছে। এবার সেই খরচে লাগাম টানতে তৎপর স্বাস্থ্য ভবন। খরচ নির্ধারণ করতে গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি। সোমবার স্বাস্থ্য ভবনে বিশেষ বৈঠকে বসছেন কমিটির সদস্যরা। হাসপাতালের ইনডোর ও আউটডোর রোগী পরিষেবায় খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক উঠে আসতে পারে এদিনের বৈঠকে। প্রসঙ্গত, রাজ্যে এখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, ভোটের দামামা অনেকদিন আগেই বেজে গিয়েছে। ভোটের মুখে আরও জনমুখী রাজ্য সরকার। বিশেষ নজর দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবার উপরে। শুধু সরকারি হাসপাতালগুলিই নয়, নজরে রয়েছে বেসরকারি হাসপাতালগুলির দিকেও। আর সেই কারণে, বেসরকারি হাসপাতালগুলির খরচ নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটিও গঠিত হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে অনেক মানুষই ভর্তি হয়ে থাকেন। কারণ, কখনও সরকারি হাসপাতালে বেড পেতে সমস্যা… তো কখনও আবার অন্য কোনও কারণে ছুটতে হয় বেসরকারি স্বাস্থ্য পরিষেবার দিকে। আর এমন ক্ষেত্রে অনেক সময়েই রোগীর পরিজনদের বেসরকারি হাসপাতালের বিল মেটাতে কার্যত নাকানি চোবানি খেতে হয়।

ইনডোর রোগী পরিষেবার পাশাপাশি অনেক সময়ে দেখা গিয়েছে আউটডোর রোগী পরিষেবার ক্ষেত্রেও লাগামছাড়়া বিলের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় বেসরকারি হাসপাতালগুলির খরচ নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী রাজ্য সরকার। গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলির দৈনিক বেড ভাড়া থেকে শুরু করে ইনডোর ও আউটডোর রোগী পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রের খরচ নির্ধারণ করা হবে এই কমিটির তত্ত্বাবধানে। এখন দেখার সোমবারের বৈঠক থেকে বেসরকারি হাসপাতালগুলির বিলে লাগাম টানতে কোন কোন প্রস্তাব উঠে আসে।

 

Next Article