Murder in Kolkata: স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পরও স্বামীর কোনও পাত্তা নেই, কী বলছেন প্রতিবেশীরা

Murder in Kolkata: শনিবার সকালে বাড়ির মালকিন জানান, মাসখানেক আগে মনীষা বাগ ও তাঁর স্বামী ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁর বাড়িতে। প্রায়ই অশান্তি হত তাঁদের সংসারে। শুক্রবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনও উত্তর না পেয়ে বাড়ির মালকিন প্রথমে প্রতিবেশীদের জানান।

Murder in Kolkata: স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পরও স্বামীর কোনও পাত্তা নেই, কী বলছেন প্রতিবেশীরা
এই বাড়িতেই থাকতেন দম্পতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 11:02 AM

কলকাতা: খুন না কি আত্মহত্যা? আনন্দপুরের ঘটনায় তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। শুক্রবার সন্ধ্যায় বাড়ির বিছানা থেকে উদ্ধার হয় মহিলার দেহ। দেহ উদ্ধার হওয়ার আগে থেকেই স্বামীর কোনও খোঁজ নেই। সকাল থেকেই মৃতার স্বামীকে এলাকায় দেখা যায়নি বলে জানাচ্ছেন প্রতিবেশীরা।

মৃত মহিলার নাম মনীষা বাগ। বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। আনন্দপুর থানা এলাকায় পূর্ব পঞ্চান্নগ্রামে থাকতেন ওই মহিলা। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত ওই দম্পতি। স্বামী-স্ত্রী দুজনেই রাঁধুনির কাজ করতেন। বাড়ির মালিক শুক্রবার প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন প্রথমে। তখন নাক দিয়ে ঝরঝর করে বেরচ্ছিল রক্ত। মহিলার পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।।

শনিবার সকালে বাড়ির মালকিন জানান, মাসখানেক আগে মনীষা বাগ ও তাঁর স্বামী ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁর বাড়িতে। প্রায়ই অশান্তি হত তাঁদের সংসারে। শুক্রবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনও উত্তর না পেয়ে বাড়ির মালকিন প্রথমে প্রতিবেশীদের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে ঘর থেকে দেহ উদ্ধার করে।

দেহ উদ্ধারের পর বারবার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও, তা সম্ভব হয়নি বলেই জানিয়েছে পুলিশ। আর তাতেই সন্দেহ বাড়ছে তদন্তকারীদের। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আসল কারণ জানতে পারবে পুলিশ।