ISF MLA Naushad Siddiqui: ইন্ডিয়া জোটে গোঁসা, বাম-কংগ্রেসের নিচুতলার কর্মীদের মন পেতে উত্তরবঙ্গে পা দিতে চলেছেন নওশাদ

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Sep 03, 2023 | 2:55 PM

ISF MLA Naushad Siddiqui: ওয়াকিবহাল মহলের মতে, লোকসভার মতো বড় ভোটে আইএসএফের লড়ার ক্ষেত্রে অন্যতম অন্তরায় আর্থিক অবস্থা। সেই সঙ্গে নওশাদ বাদে দু একজন হাতে গোনা নেতৃত্ব স্থানীয় ভাবে রাজনীতির ময়দানে পরিচিতি পেলেও নেতার অভাব ভোগাচ্ছে, তা আড়ালে আবডালে মানেন আইএসএফ নেতারা।

ISF MLA Naushad Siddiqui: ইন্ডিয়া জোটে গোঁসা, বাম-কংগ্রেসের নিচুতলার কর্মীদের মন পেতে উত্তরবঙ্গে পা দিতে চলেছেন নওশাদ
নওশাদ সিদ্দিকী
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) বেশ খানিকটা দখল রয়েছে। লোকসভা ভোটের মুখে এবার নজর উত্তরবঙ্গে। দলের জমি খুঁজতে উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী! সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি থাকবে আইএসএফ (ISF) চেয়ারম্যানের উত্তরবঙ্গ সফরে। ইতিমধ্যেই  মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলার লোকসভার হিসাব-নিকাশ শুরু করেছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীদের আইএসএফ। সঙ্গে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার একাংশের দিকে নজর রয়েছে তাঁদের।

প্রসঙ্গত, শেষ বিধানসভা নির্বাচনে এই আইএসএফের হাত ধরেই সংযুক্ত মোর্চা তৈরি করেছিল বাম-কংগ্রেস। লক্ষ্য ছিল একটাই, তৃণমূলের পরাজয়। এদিকে এবার আবার লোকসভা নির্বাচনের আগে আবার বিরোধীরা তৈরি করে ফেলেছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের মঞ্চে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসছেন বাম, কংগ্রেস নেতৃত্ব। যা নিয়ে ক্ষোভ রয়েছে বঙ্গের বাম, কংগ্রেসের নিচু তলার কর্মীদের মধ্যে। ইতিমধ্যেই সেই ক্ষোভের ভাষা প্রকাশ্যে তুলে আনতে শুরু করেছেন নওশাদ। যা কাজে লাগিয়ে দলের সংগঠন মজবুত করার দিকেই নজর রয়েছে ভাঙরের বিধায়কের। সূত্রের খবর, ইতিমধ্যে বাম কংগ্রেসের অনেক নিচু তলার কর্মী সমর্থকরা যোগাযোগ করতে শুরু করেছেন আইএসএফ নেতৃত্বের সঙ্গে। এমনিতেই নওশাদকে ঘিরে উন্মাদনা ছবি বারবার ধরা পড়ে কংগ্রেস, সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে। সেই ভাবমূর্তিকে আধার করেই এগোতে চাইছে আইএসএফ শিবির।

ওয়াকিবহাল মহলের মতে, লোকসভার মতো বড় ভোটে আইএসএফের লড়ার ক্ষেত্রে অন্যতম অন্তরায় আর্থিক অবস্থা। সেই সঙ্গে নওশাদ বাদে দু একজন হাতে গোনা নেতৃত্ব স্থানীয় ভাবে রাজনীতির ময়দানে পরিচিতি পেলেও নেতার অভাব ভোগাচ্ছে, তা আড়ালে আবডালে মানেন আইএসএফ নেতারা। এখনও দেখার শেষ পর্যন্ত উত্তরবঙ্গে আইএসএফের ক্ষমতা কতটা বাড়ে। 

Next Article