অবশেষে দাবিপূরণ, বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হল পার্শ্বশিক্ষকদের

সৈকত দাস |

Feb 12, 2021 | 9:59 PM

পার্শ্বশিক্ষক, সহায়ক শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকরা ফেব্রুয়ারি থেকে নয়া বেতনক্রমে স্যালারি পাবেন

অবশেষে দাবিপূরণ, বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হল পার্শ্বশিক্ষকদের
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: পার্শ্বশিক্ষক, সহায়ক শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকদের জন্য সুখবর। এবার থেকে বছরে তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হচ্ছে তাঁদের। অর্থ দফতরের সম্মতিক্রমে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এটি। রাজ্যপাল জগদীপ ধনখড়ের শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানাল রাজ্য শিক্ষা দফতর।

বিকাশ ভবন থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্য়ালয়ের পার্শ্বশিক্ষক (Para Teacher), শিক্ষাবন্ধু (Shikha Bandhu), বিশেষ শিক্ষক (Special Educator), PBSSM এবং SSK, MSK-এর সম্প্রসারক প্রমুখদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হল।

আরও পড়ুন: টিকা নিতে ধন্দ! অনিচ্ছুকদের ‘আর্কাইভ’ করার সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন। বাজেট বক্তৃতায় তিনি জানান, পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে বছরে তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে। ওইদিনই তাঁদের জন্য অবসরকালীন ভাতার কথাও ঘোষণা করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই পূর্ণ সময়ের শিক্ষকদের মতো অবসরকালীন সুযোগ সুবিধা এবং বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। বহু আন্দোলন করেছেন। গত ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বিকাশ ভবনের কাছে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। নবান্ন অভিযানও করেছিলে। অবশেষে তাঁদের সেই দাবি বিবেচনা করে পার্শ্বশিক্ষক, সহায়ক শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী বাজেট ঘোষণায় বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে পার্শ্বশিক্ষক, সহায়ক শিক্ষাবন্ধু, চুক্তিবদ্ধ শিক্ষক, বিশেষ শিক্ষকদের গুরুত্বের কথা বিবেচনা করে বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছি । আগামী অর্থবর্ষ থেকে এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর তিন শতাংশ হারে বর্ধিত পারিশ্রমিক পাবেন। একইসঙ্গে ৬০ বছর পার হওয়ার পর এককালীন তিন লাখ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা (Ex-gratia) হিসেবে পাবেন।’ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী।

Next Article