Kolkata: ফের কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ, ৩ অভিযুক্তের খোঁজে প্রগতি ময়দান থানার পুলিশ
Physical Abuse: রাতেই ময়দান চত্বরে ওই যুবতীকে বসিয়ে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন অভিযুক্ত। রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। টহলরত পুলিশ কর্মীরাই তাঁকে উদ্ধার করেন। কথা বলার চেষ্টা করেন। আংশিক কিছু বিবরণ পেয়ে তাঁরা যোগাযোগ করেন প্রগতি ময়দান থানার সঙ্গে।

কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকার ২৫ বছরের যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। বাইপাসের ধার থেকে সোজা নিয়ে যাওয়া হল ময়দান চত্বরে। অভিযোগ খাবারের সঙ্গে কিছু খাইয়ে তাঁকে বেহুঁশ করা হয়। যৌন নিগ্রহের পর ময়দান চত্বেরই তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। শেষে পুলিশই উদ্ধার করে ওই যুবতীকে। এ ঘটনায় এদিনই প্রগতি ময়দান থানা এলাকায় লিখিত অভিযোগ দায়ের হয়। নির্যাতিতার দাবি, তিন অভিযুক্তের মধ্যে একজন তাঁর পরিচিত ছিল। অভিযোগ পেতেই অ্যাকশনে নামে পুলিশ। তিন অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। পরিচিতের সঙ্গে যুবতীর কী সম্পর্ক তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টা নাগাদ। সূত্রের খবর, বাইপাসের উপর আম্বেদকর ব্রিদ লাগোয়া একটি অংশের কাছে ওই যুবতী দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকেই গাড়িতে ওঠেন তিনি। নিজের বয়ানে ওই যুবতি জানিয়েছেন, গাড়ির ভিতরে তিনি ও তাঁর পরিচিত ছাড়াও আরও দুই ব্যক্তি ছিলেন যাঁদের তিনি চেনেন না। অভিযোগ, গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়। এরইমধ্যে খাবারের সঙ্গে এমন কিছু খাওয়ানো হয় যার জেরে বেশ কিছু সময়ের জন্য তিনি কার্যত বেহুঁশ হয়ে পড়েন।
এরইমধ্যেই রাতেই ময়দান চত্বরে ওই যুবতীকে বসিয়ে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন অভিযুক্ত। রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। টহলরত পুলিশ কর্মীরাই তাঁকে উদ্ধার করেন। কথা বলার চেষ্টা করেন। আংশিক কিছু বিবরণ পেয়ে তাঁরা যোগাযোগ করেন প্রগতি ময়দান থানার সঙ্গে। সোজা নিয়ে আসা হয় প্রগতি ময়দান থানায়। বর্তমানে যুবতী অসুস্থ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে আরও বিশদ বিবরণ পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজ পেতেও পুরোদমে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
