Doctor’s Protest: তলপেটে রক্তক্ষরণ, রক্তচাপ অস্বাভাবিক, এখনও সঙ্কটজনক জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ

Doctor's Protest: নতুন করে এবিজি, সিবিসি-র মতো একাধিক রক্তপরীক্ষা করার পাশাপাশি সোডিয়াম-পটাসিয়াম- ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করে দেখা হবে। বুকের‌ এক্স-রে'র পাশাপাশি তলপেটের এক্স-রে করানোর পরিকল্পনাও রয়েছে চিকিৎসকদের।

Doctor's Protest: তলপেটে রক্তক্ষরণ, রক্তচাপ অস্বাভাবিক, এখনও সঙ্কটজনক জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ
অসুস্থ অনুষ্টুপImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 10:28 AM

কলকাতা: এখনও সঙ্কট কাটেনি অনশনকারী জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়ের। চিকিৎসকরা জানাচ্ছেন, জল ছাড়া আর কিছুই না খাওয়ায় পাকস্থলী-লিভারে প্রভাব পড়েছে অনুষ্টুপের। তলপেটে প্রবল ব্যাথা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউ-(CCU)-তে শনিবার রাতে অনুষ্টুপকে ভর্তি করানো হয়। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে আট সদস্যের মেডিক্যাল বোর্ড।

জানা গিয়েছে বোর্ডের সদস্য চিকিৎসকরা রাতের মধ্যে রক্তের কয়েকটি পরীক্ষা করানোর পাশাপাশি ইউএসজি করিয়েছেন। মেডিক্যাল বোর্ডের সদস্যদের বক্তব্য, একটানা আটদিন জল‌ ছাড়া আর কিছুই না খাওয়ার মাসুল গুনতে হচ্ছে ‘এন্ডোক্রিনোলজি’ বিভাগের চিকিৎসক পড়ুয়াকে। তাঁর রক্তচাপও অস্বাভাবিক কম। আচ্ছন্ন ভাব কাটেনি।‌ গলার স্বর ক্ষীণ। নাড়ির স্পন্দন বেশি।

আটদিন অভুক্ত থাকার কারণে তলপেটে রক্তক্ষরণ হয়েছে অনুষ্টুপের। নতুন করে রক্তক্ষরণ হলে এন্ডোস্কোপি করানোর পরিকল্পনা রয়েছে মেডিক্যাল বোর্ডের। অনুষ্টুপের ইউরিনে কিটোন বডির‌ মাত্রা তিনের‌ বেশি, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরণ অনশনকারী জুনিয়র চিকিৎসককে রক্ত দেওয়া হবে কি না, তা আজ স্থির করবেন চিকিৎসকেরা।

তার আগে নতুন করে এবিজি, সিবিসি-র মতো একাধিক রক্তপরীক্ষা করার পাশাপাশি সোডিয়াম-পটাসিয়াম- ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করে দেখা হবে। বুকের‌ এক্স-রে’র পাশাপাশি তলপেটের এক্স-রে করানোর পরিকল্পনাও রয়েছে চিকিৎসকদের।

এর আগে অনিকেত মাহাতোকে ভর্তি করা হয় সিসিইউ-তে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। শনিবার রাতে অনুষ্টুপ মুখোপাধ্যায়কে ভর্তি করাতে হয়েছে। তলপেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। জানা গিয়েছে, তাঁর মূত্রের সঙ্গে রক্তও বেরোয়।