Dengue in Kolkata: ফের শহরে ডেঙ্গির বলি কিশোর, মৃত সাউথ পয়েন্টের সুবর্ণ

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Aug 23, 2023 | 9:33 PM

Dengue in Kolkata: প্রসঙ্গত, চলতি মরসুমে গোটা রাজ্যেই বেড়েছে ডেঙ্গির দাপট। গ্রাম থেকে শহর, সর্বত্রই একই ছবি। তবে সবথেকে বেশি ডেঙ্গি আক্রন্তের খোঁজ মিলেছে গ্রাম-বাংলাতেই।

Dengue in Kolkata: ফের শহরে ডেঙ্গির বলি কিশোর, মৃত সাউথ পয়েন্টের সুবর্ণ
পরিবারের সঙ্গে সুবর্ণ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: ফের রাজ্য ডেঙ্গির (Dengue in Kolkata) বলি ১২ বছরের কিশোর। মৃত্যু হয়েছে নিউ আলিপুরের সাহাপুর কলোনির বাসিন্দা সুবর্ণ বসুর। জানা গিয়েছে, দত্তাবাদ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছিল সুবর্ণ। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। প্রসঙ্গত, চলতি মরসুমে গোটা রাজ্যেই বেড়েছে ডেঙ্গির দাপট। গ্রাম থেকে শহর, সর্বত্রই একই ছবি। তবে সবথেকে বেশি ডেঙ্গি আক্রন্তের খোঁজ মিলেছে গ্রাম-বাংলাতেই। কিছুদিন আগের একটি রিপোর্ট বলছে, মোট কেসের প্রায় ৬৫ শতাংশই গ্রামের। স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনা জেলায়।

পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাইয়ে তুলনায় এবারে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি ছিল। অগস্টের পরিসংখ্য়ান বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের কাছাকাছি। প্রতি সপ্তাহে ডেঙ্গির কবলে পড়ছেন দেড় হাজার মানুষ। ডেঙ্গি রুখতে দফায় দফায় বৈঠক হয়েছে নবান্নে। স্কুল পড়ুয়াদের ফুলহাতা ইউনিফর্ম পড়ে স্কুলে আসতে পরামর্শও দিয়েছিল কলকাতা পুরনিগম। তৈরি হয়েছে রণকৌশল। গ্রাম বাংলায় ডেঙ্গি দমনে একযোগে মাঠে নেমেছে বিভিন্ন দফতরের কর্মীরা। স্কুল পড়ুয়াদের দিয়েও চলেছে সচেতনতামূলক প্রচার।

Next Article