TMC on Chandrayaan 3: ‘চন্দ্রযান পাঠানোর কোনও প্রয়োজন ছিল না’, বলছেন বিধায়ক ইদ্রিশ

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 23, 2023 | 5:26 PM

TMC on Chandrayaan 3: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এই অভিযানকে 'দেশের গর্ব' বলেই উল্লেখ করেছেন।

TMC on Chandrayaan 3: চন্দ্রযান পাঠানোর কোনও প্রয়োজন ছিল না, বলছেন বিধায়ক ইদ্রিশ
চন্দ্রযান প্রসঙ্গে ইদ্রিশ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। বিজ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষের প্রমাণ শুধু নয়, এক ইতিহাস গড়ায় অপেক্ষায় চলছে প্রহর গোনা। তবে তৃণমূল বিধায়কের মতে, এই খরচটার কোনও প্রয়োজন ছিল না। এই টাকায় আরও অনেক কিছু করা যেত! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সুনাম বাড়ানোর জন্য এই অভিযানের উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি।

বুধবারই চাঁদে অবতরণ করতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। এদিন সকালে বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশের আরও অনেক সমস্যা আছে। বহু মানুষ খেতে পাচ্ছেন না। আর নরেন্দ্র মোদী শুধু সুনাম লাভ করার জন্য চন্দ্রযান পাঠাচ্ছেন। ওই টাকায় মানুষের জন্য আরও অনেক কিছু করতে পারতেন। অনেক ভাল কাজ করতে পারতেন।” বিশ্বের কাছে চন্দ্রযান ৩ ভারতের মাথা উঁচু করবে, এমনটা মনে করেন না ইদ্রিশ। তাঁর মতে, আরও অনেক কাজ করা যেত, যাতে দেশ গর্বিত হতে পারত।

তবে ইদ্রিশের সঙ্গে একমত নন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি মনে করেন, এই অভিযান দেশের ও দশের গর্ব। তিনি বলেন, ‘এটা দেশের সাফল্য, এই অভিযানের সঙ্গে যুক্ত রয়েছেন বাঙালি বিজ্ঞানীও। আর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারলে ভারতই হবে সেই ক্ষেত্রে প্রথম দেশ।’ মদনের কথায়, ‘এটা কোনও তৃণমূল-বিজেপি-সিপিএমের ব্যাপার নয়।’

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এই অভিযানকে ‘দেশের গর্ব’ বলেই উল্লেখ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বাংলা সহ দেশের বিজ্ঞানীরা এই অভিযানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি বলেছেন, আমাদের উচিত সবাই মিলে ইসরোকে অভিনন্দন জানানো।

Next Article