Anubrata Mondal: এক ছাদের তলায় গরুপাচার ও এসএসসি মামলায় ধৃতরা, অনুব্রতর সঙ্গী শান্তিপ্রসাদ-অশোক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 14, 2022 | 11:40 AM

CBI : কাদের সঙ্গী হিসেবে পেলেন অনুব্রত মণ্ডল? সিবিআই সূত্রে খবর, তাঁর ঘরেই থাকছেন আরও দুই ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। কিছুদিন আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন এসএসসি উপদেষ্টা মণ্ডলীর প্রাক্তন আহ্বায়ক এসপি সিনহা এবং প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহাকে।

Anubrata Mondal: এক ছাদের তলায় গরুপাচার ও এসএসসি মামলায় ধৃতরা, অনুব্রতর সঙ্গী শান্তিপ্রসাদ-অশোক
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : গরুপাচারকাণ্ডের তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আপাতত রয়েছেন সিবিআই হেফাজতে। নিজাম প্যালেসে রাখা হয়েছে তাঁকে। সেখানে সিবিআই হেফাজতে এবার ‘সঙ্গী’ পেয়েছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে এখন আর একা ঘরে রাখছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে থাকছেন আরও দুইজন। কাদের সঙ্গী হিসেবে পেলেন অনুব্রত মণ্ডল? সিবিআই সূত্রে খবর, তাঁর ঘরেই থাকছেন আরও দুই ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। কিছুদিন আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন এসএসসি উপদেষ্টা মণ্ডলীর প্রাক্তন আহ্বায়ক এসপি সিনহা এবং প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহাকে। তাঁদের এখন অনুব্রত বাবুর সঙ্গে একই ঘরে রাখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

প্রসঙ্গত, সিবিআই হেফাজতে প্রথম দিন এবং দ্বিতীয় দিন অনুব্রত মণ্ডলের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তাঁর জন্য এসি এবং খাটের ব্যবস্থাও করা হয়েছিল বলে খবর। কিন্তু গতরাত থেকে তাঁর সঙ্গে এসপি সিনহা এবং অশোক সাহাকে রাখা রয়েছে। সিবিআই সূত্র মারফত এমনই জানা গিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার এই দুই ব্যক্তির সঙ্গে এক ঘরে থাকায় বেশ বিরক্ত অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আরও দুই জনকে একসঙ্গে রাখায় তাঁর স্বাধীনতা খর্ব হচ্ছে বলেই মনে করছেন অনুব্রত মণ্ডল। অন্য মামলায় ধৃত এই অভিযুক্তদের সঙ্গে তিনি থাকতে চাইছেন না বলেই খবর। আইনজীবীদের কাছে সেই অস্বস্তির কথা অনুব্রত মণ্ডল প্রকাশ করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমনকী সিবিআই আধিকারিকরা জেরা করার সময়েও বীরভূমের তৃণমূল জেলা সভাপতির চোখে-মুখে সেই অস্বস্তি রয়ে গিয়েছে বলে খবর।

যদিও সিবিআই সূত্রে খবর, যেহেতু তাঁরা তিনজনই অভিযুক্ত এবং তাঁদের নিরাপত্তা ও অন্যান্য় প্রয়োজনের কারণেই তাঁদের একসঙ্গে রাখা হয়েছে। শারীরিক বেশ কিছু সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। গ্রেফতার হওয়া শান্তিপ্রসাদ সিনহাও যথেষ্ট প্রবীণ ব্যক্তি। ফলে তাঁদের এক জায়গায় রাখা হলে শারীরিক গতিবিধির উপর নজর রাখতেও সুবিধা হবে গোয়েন্দাদের। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে খবর। তবে সিবিআই গোয়েন্দাদের এই সিদ্ধান্ত বেজায় বিরক্ত অনুব্রত মণ্ডল।

Next Article