AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mandal: টানা জিজ্ঞাসাবাদে ক্লান্ত ‘কেষ্ট’, চিনার পার্ক থেকে বেরিয়ে সোজা ঢুকলেন উডবার্নে

Anubrata Mandal: নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদের জেরে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তবে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাঁর এসএসকেএম হাসপাতালে যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল বলেও জানিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠরা।

Anubrata Mandal: টানা জিজ্ঞাসাবাদে ক্লান্ত 'কেষ্ট', চিনার পার্ক থেকে বেরিয়ে সোজা ঢুকলেন উডবার্নে
এসএসকেএমে অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 1:52 PM
Share

কলকাতা : বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের তলবে সিবিআই (CBI) অফিসে গিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তারপর রাতে চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই রাত্রিবাস করেন তিনি। শুক্রবার দুপুর ১২ টা ২৮ মিনিটে চিনার পার্কের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোন অনুব্রত বাবু। এরপর দুপুর প্রায় ১২ টা ৫০ নাগাদ পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ব্লকে (Woodburn Block SSKM Hospital) ঢোকেন তিনি। উল্লেখ্য, শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও চিকিৎসকদের পরামর্শ মতো বেশ কিছুদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। এদিকে বৃহস্পতিবার সিবিআই জিজ্ঞাসাবাদের পরের দিন সকালেই তাঁর এসএসকেএম হাসপাতালে যাওয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছেন রাজনৈতিক মহলে। তবে জানা গিয়েছে, রুটিন চেকআপের জন্যই এসএসকেএম হাসপাতালে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। শুধু অনুব্রত মণ্ডলকেই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠ একাধিক নেতাকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদের জেরে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তবে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাঁর এসএসকেএম হাসপাতালে যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল বলেও জানিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠরা।

এর আগেও বেশ কয়েকবার সিবিআই অফিসে ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কখনও ভোট পরবর্তী হিংসা মামলায়, কখনও আবার গরু পাচার মামলার তদন্তে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিক কিছু সমস্যা এখনও রয়েছে তাঁর। সেই কারণে, মাঝে মধ্যেই স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে হচ্ছে তাঁকে। শুক্রবার দুপুরেও তিনি পূর্ব নির্ধারিত রুটিন চেক আপের জন্যই পৌঁছে যান এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। তবে সাম্প্রতিককালে যেভাবে তাঁকে বার বার তলব করা হচ্ছে, তাতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন তিনি, ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই জানা গিয়েছে।