Anubrata Mondal: একেবারে যেন অন্য অনুব্রত! জেল থেকে বেরিয়ে ধরলেন মেয়ের হাত

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Sep 23, 2024 | 10:39 PM

Anubrata Mondal: প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২২ সালের অগস্ট মাসে বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আবার গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর হাতে। সিবিআইয়ের কেসে গত জুলাই মাসে জামিন পেলেও, ইডির কেসে সদ্য জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal: একেবারে যেন অন্য অনুব্রত! জেল থেকে বেরিয়ে ধরলেন মেয়ের হাত
জেল থেকে বেরলেন অনুব্রত
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: জামিন হয়েছে আগেই। অবশেষে জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল। আর ঠিক সময়ে জেলের বাইরে ভিড় ছিল দেখার মতো। আগেই জামিনে জেল মুক্তি হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের। এদিন বাবাকে নিতে আসতে দেখা গেল তাঁকে। জেল থেকে বেরিয়েই ধরলেন মেয়ের হাত। মুখে বিষন্নতার ছাপ স্পষ্ট। পরনে হলুদ-ছাই রংয়ের টি-শার্ট। আগেই শোনা গিয়েছিল জেলের কঠোর অনুশাসনে থেকে প্রায় ৩০ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এদিন প্রথম ছবি সামনে আসতে অনুব্রতকে দেখে কিন্তু তাতে আর কোনও সন্দেহই রইল না। একেবারে বদলে গিয়েছে ভোল। 

প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২২ সালের অগস্ট মাসে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। একেবারে বাড়ি ঘিরে ফেলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের দাপুটে নেতাকে। যদিও পরে আবার গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর হাতে। তারপর থেকে ২ বছরের বেশি সময় জেলে। সিবিআইয়ের কেসে গত জুলাই মাসে জামিন পেয়েও গিয়েছিলেন। কিন্তু জেল মুর্তি হয়নি। ইডির কেসে সদ্য জামিন পেয়েছেন অনুব্রত। তাতেই শেষ পর্যন্ত জেল মুক্তি। 

এই খবরটিও পড়ুন

তবে জেল থেকে বেরনোর আগেই আইনজীবীদের কাছে আগাম নিরাপত্তা চেয়ে বসেছিলেন অনুব্রত। তিহাড় থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চাননি বীরভূমের ‘বাঘ’। সূত্রের খবর, আগেই তাঁর কলকাতা ফেরার টিকিটও কাটা আছে। তিহাড় থেকে বেরিয়ে মধ্যরাতেই চলে যাবেন দিল্লি বিমানবন্দরে। তারপর সোজা কলকাতা।

Next Article