Anubrata Mondal: সিবিআই-এর হাতে একাধিক তথ্য, চাপে পড়তে পারেন অনুব্রত: সূত্র

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 12, 2022 | 12:43 PM

Anubrata Mondal: সূত্রের খবর, প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে বিপুল পরিমাণে টাকার লেনদেনের মাধ্যমে, মসৃণভাবে গরু পাচারের নেটওয়ার্ক চালাত এনামূল।

Anubrata Mondal: সিবিআই-এর হাতে একাধিক তথ্য, চাপে পড়তে পারেন অনুব্রত: সূত্র
গ্রাফিক্স- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: একের পর এক হাজিরা এড়িয়েও গ্রেফতারি এড়াতে পারেননি অনুব্রত মণ্ডল। বুধবার বোলপুরের বাড়িতে অভিযান চালিয়ে সিবিআই-এর জালে কেষ্ট। সূত্রের খবর, নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল থেকেই গোয়েন্দাদের চোখা প্রশ্নের মুখে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। গরুপাচার মামলায় এনামূল হক, সায়গল হোসেনদের জেরা করে একাধিক তথ্য সামনে এসেছে।

সূত্রের খবর, প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে বিপুল পরিমাণে টাকার লেনদেনের মাধ্যমে, মসৃণভাবে গরু পাচারের নেটওয়ার্ক চালাত এনামূল। আরও জানা গিয়েছে, পাচারের ‘ডে টু ডে’ অপারেশন দেখভাল করত অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। তাঁকে জেরা করেই অনুব্রত মণ্ডলের নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।

অনুব্রতর পরিবারের লোকেদের নামেও সম্পত্তি মিলেছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, একাধিক জায়গায় অনুব্রতর গরু পাচারের টাকা খাটত। সেই সব সম্পত্তির হদিশ পেতেই এবার অনুব্রতকে জেরায় জোর দিচ্ছেন গোয়েন্দারা। কোন পথে টাকা আসত, সেই টাকা কোথায় বিনিয়োগ হত এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।

বুধবার রাত ২.৪৫ মিনিটে দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা যাত্রার পর নিজাম প্যালেসে পৌঁছন অনুব্রত। দৃশ্যত তাঁর চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রাতে নিজাম প্যালেসে ঢুকে ‘ফ্রেশ’ হয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন।  ১৪ তলায় অফিসারদের একটি ঘরে রাখা হয়েছে অনুব্রতকে। ঘরে একটি চৌকিতে গদি পেতে শুতে দেওয়া হয়। রাতে খাবার খাননি তিনি। সকাল ৯’টার কিছু পর পর্যন্ত খবর, তখনও তিনি ঘুমোচ্ছিলেন। সকালে ঘুম থেকে ওঠার পর চা বিস্কুট খান তিনি। তারই মধ্যে সিবিআই আধিকারিকরা ম্যারাথন জেরার জন্য প্রস্তুতি চালাচ্ছেন।

Next Article