কলকাতা : আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। বিচারক নিজেই এই বিষয়টি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে। ওই হুমকি চিঠিটি লেখেছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। চিঠিতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে, বিচারক ও তাঁর পরিবারকে এনডিপিএস বা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে যায় চারিদিকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনুব্রতর আইনজীবীও। যদিও অনুব্রত মণ্ডল অবশ্য এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিজাম প্যালেসে ঢোকার সময় হুমকি চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, “এটা বিজেপি করেছে।” একবার নয়, দুইবার বললেন… একই কথা।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিচারপতিরাও সুরক্ষিত নয়। তাই আমি বলব মামলা রাজ্যের বাইরে পাঠানো হোক। বাংলায় জঙ্গল রাজ চলছে।”
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর সেই মামলা চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এর আগের শুনানিতে বিচারক অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকি চিঠি পেয়েছিলেন। এদিকে বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধেয় অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওটা বিজেপি করেছে।”
অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কড়া ভাষায় জানিয়েছেন, “তৃণমূলের ট্র্য়াক রেকর্ড তো অত্যন্ত ভাল। অনুব্রত মণ্ডল প্রকাশ্যে, ক্যামেরার সামনে, সাংবাদিকদের উপস্থিতিতে তাঁর একজন কর্মীকে নির্দেশ দিচ্ছেন বিজেপির ওই মেয়েটি একটি বাড়াবাড়ি করছে। ওকে গাঁজা কেস দিয়ে দাও। অতীতে এমন দেখা গিয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে গাঁজা কেসে যত লোককে ঢুকিয়ে রাখা হয়েছে জেলের মধ্যে, এত গাঁজার অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই। বিভিন্ন সময়ে তাঁরা হুমকি দিচ্ছে। এখন আদালতে বিষয়টি জমা পড়েছে, আদালত দেখবে।”
সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শমীক বাবু আরও বলেন, “এটা হাস্যকর অভিযোগ। বিজেপির এখনও পর্যন্ত এমন দায় হয়নি যে অনুব্রত মণ্ডল সম্পর্কে উড়ো চিঠি দিয়ে রাজনৈতিক আবহে নিজেকে প্রাসঙ্গিক করতে হবে।”