Anubrata Mondal: জেল নাকি জামিন? আজ অনুব্রতর আদালতে পেশ
Anubrata Mondal: গতকাল জেলে ফের সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন কেষ্ট-সায়গল। আজ কি জেল নাকি জামিন?
কলকাতা: ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে পেশ। গতকাল জেলে ফের সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন কেষ্ট-সায়গল। আজ কি জেল নাকি জামিন? নজর আসানসোল কোর্টের নির্দেশে।
প্রসঙ্গত, মঙ্গলবার আবারও সিবিআইয়ের জেরার মুখোমুখি অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধনাগারে কেষ্ট ও দেহরক্ষী সয়গলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, প্রথমে প্রায় ২০ মিনিট সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৫০ মিনিট প্রশ্ন করা হয় কেষ্টকে। সায়গলকে ১৪টি প্রশ্ন করা হয়। অনুব্রতকে ২০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়।
সূত্র মারফত্ জানা যাচ্ছে, সিবিআই সম্প্রতি যে সব তল্লাশি অভিযান চালিয়েছে, সে বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী ও মেয়ে সুকন্যার সম্পত্তি নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। সায়গল কিছু কিছু প্রশ্নের জবাব দিয়েছেন বলে দাবি সিবিআই আধিকারিকদের। কিন্তু অনুব্রত মণ্ডলও নাকি আগের দিনের তুলনায় কিছুটা নমনীয় ছিলেন। প্রশ্নের মুখোমুখি হয়ে একেবারে চুপ থাকেননি তিনি। সূত্রের খবর, ‘দেখছি’, ‘খোঁজ নিচ্ছি’, ‘দেখব’ এই ধরনের উত্তর দিয়েছেন বলেই জানা যাচ্ছে।
অর্থাৎ প্রথম থেকে তদন্তে অসহযোগিতার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল এ দিন তেমনটা হয়নি। বেশ কিছু প্রশ্নের নাকি সাবধানি উত্তরও দিয়েছে অনুব্রত। কেষ্টর ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের আসানসোল কোর্টে হাজিরা। জেল না বেল? নজর সেদিকেই।