Anupam Hazra on Dilip Ghosh: ‘দুধ থেকে সোনা… আইনস্টাইন-মার্কা মন্তব্য’, পুরনো কথা আবার মনে করালেন অনুপম

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2022 | 3:28 PM

Anupam Hazra on Dilip Ghosh: দিলীপ-অনুপম দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। সোমবারের পর মঙ্গলবারও জারি রইল সেই তরজা।

Anupam Hazra on Dilip Ghosh: দুধ থেকে সোনা... আইনস্টাইন-মার্কা মন্তব্য, পুরনো কথা আবার মনে করালেন অনুপম
দিলীপ-অনুপম তরজা

Follow Us

কলকাতা: গরুর দুধে সোনা! দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে অনেক। আর এবার সেই মন্তব্যের কথা ফের একবার মনে করালেন দলেরই নেতা অনুপম হাজরা। আইনস্টাইন-সুলভ মন্তব্য বলে কটাক্ষ করলেন তিনি। বঙ্গ বিজেপির একাংশকে বারবারই দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ একেবারে প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন। আর অর্জুন সিং-এর দলবদলের পর বিজেপি নেতা অনুপম হাজরার মন্তব্য নতুন করে বুঝিয়ে দিচ্ছে,  সম্পর্ক খুব একটা স্বাভাবিক নেই। কোনও নির্দিষ্ট নেতার নাম না করেই দলের ব্যর্থতা নিয়ে সোমবারই ফেসবুকে প্রশ্ন তুলেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম। পরে সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে অনুপমকে জবাব দেন দিলীপ। আর তারই উত্তরে আর দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন অনুপম।

‘দুধ থেকে সোনা আবিষ্কার করতে যান’

দলের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কেন মন্তব্য করেছেন অনুপম, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। আর তার জবাব দিতে গিয়ে অনুপম প্রথমেই বলেন, ‘এ যেন ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।’ অনুপমের দাবি, দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কিছুই বলেননি তিনি, শুধু শুধুই পুরোটা গায়ে মেখেছেন দিলীপ বাবু।

আর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য প্রসঙ্গে অনুপমের দাবি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ার ওপর জোর দেন। গুরুত্ব না থাকলে কি মোদী এ ভাবে জোর দিতেন? প্রশ্ন তুলেছেন অনুপম। তাঁর দাবি, সবসময় আন্দোলন করেই দলের জন্য কাজ করা যায় না, বুদ্ধি দিয়েও দলের জন্য অনেক কিছু করা যায়। সব শেষে দিলীপের পুরনো মন্তব্যের উল্লেখ করে অনুপম বলেন, ‘কোথায় কী বলছেন, সেটাও অনেক সময় ভাবা দরকার। কেউ যদি দুধ থেকে সোনা আবিষ্কার করতে যান, আইনস্টাইন-সুলভ মন্তব্য করেন, তাতেও দলের ক্ষতি হয়। সেটাও ভেবে চিন্তে বলা উচিত।’

উল্লেখ্য, একসময় দিলীপ ঘোষ দাবি করেছিলেন গরুর দুধে সোনা রয়েছে। আর তার বৈজ্ঞানিক প্রমাণও মিলেছে। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন অনেকেই।

ফেসবুক দিয়ে পার্টি হয় না, বলেছেন দিলীপ

অর্জুন সিং দলবদলের পর অনুপম হাজরা ফেসবুকে দাবি করেছিলেন, কেন এই সব নেতারা ছেড়ে চলে যাচ্ছেন, তা নিয়ে আলোচনা হওয়াট প্রয়োজন। দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই কার্যত প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরই দিলীপ ঘোষ বলেন, ‘ফেসবুক দিয়ে পার্টি হয় না। দিলীপ ঘোষ পার্টিকে দাঁড় করিয়েছে, আমি বলতে পারি।’ তিনি আরও বলেন, ‘ভেবে দেখুন আপনি পার্টিকে কী দিয়েছেন, আর পার্টি আপনাকে কী দিয়েছে।’ তাই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম জানিয়েছেন, সবসময় আন্দোলন না করে নীরবে থেকেও দলের জন্য অনেক কিছু করা যায়।

Next Article