Anupam Hazra: ইতিহাস বই থেকে সরানো হোক পার্থ চট্টোপাধ্যায়ের নাম, মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট অনুপমের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 31, 2022 | 3:06 PM

Anupam Hazra: টুইটে ইতিহাস বইয়ের একটি পাতার ছবি শেয়ার করেন তিনি। তাতে লাল কালিতে আন্ডার লাইন ও টিক করে পার্থ চট্টোপাধ্যায়ের নামটি চিহ্নিত করেন তিনি।

Anupam Hazra: ইতিহাস বই থেকে সরানো হোক পার্থ চট্টোপাধ্যায়ের নাম, মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট অনুপমের
পার্থ প্রসঙ্গে অনুপম হাজরা

Follow Us

কলকাতা: অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে টুইট করলেন অনুপম হাজরা। তাঁর বক্তব্য, “লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের টাকা আত্মসাত্‍ করে এখন একজন জেলে। এখন অন্তত এনার নামটা বইয়ের পাতা থেকে মুছুন। তা না হলে নতুন প্রজন্ম এই ব্যক্তিকে নেতাজি, ক্ষুদিরামের সমতুল্য মনে করতে শুরু করবে!” টুইটে লিখেছেন বিজেপি নেতা।

টুইটে ইতিহাস বইয়ের একটি পাতার ছবি শেয়ার করেন তিনি। তাতে লাল কালিতে আন্ডার লাইন ও টিক করে পার্থ চট্টোপাধ্যায়ের নামটি চিহ্নিত করেন তিনি। অনুপম হাজরার প্রশ্ন, গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বে?

প্রসঙ্গত অষ্টম শ্রেণির ইতিহাস বই ‘অতীত ও ঐতিহ্য’ ১৬২ ও ১৬৩ পাতায় রয়েছে কৃষিজমির অধিকার: সিঙ্গুর আন্দোলন শীর্ষক চ্যাপ্টারটি। তাতে নাম রয়েছে তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের। জমি রক্ষা আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী ছিলেন পার্থ। সেক্ষেত্রে তাঁর নাম উল্লেখ রয়েছে ইতিহাস বইয়ের পাতায়। ইতিহাস বই থেকে পার্থ প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা।

কার্যত একই দাবি তুলেছেন সিপিএমের শিক্ষক সংগঠন। এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।

Next Article