Bengal Weather Update: গুজরাটের মাথার উপর পাক খাচ্ছে বিপর্যয়, বাংলায় তাপপ্রবাহের সঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Jun 11, 2023 | 10:06 AM

Bengal Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। একাধিক জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

Bengal Weather Update: গুজরাটের মাথার উপর পাক খাচ্ছে বিপর্যয়, বাংলায় তাপপ্রবাহের সঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই আরব সাগরে পাক খাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy in Arabian Sea)। কিন্তু, ঝড়ের প্রভাব কোন দিকে বেশি থাকবে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে বর্তমানে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হতে পারে গুজরাটের উপকূলবর্তী এলাকা। মৌসম ভবনের সর্বশেষ আপডেটে তেমনই আশঙ্কার বার্তা। ১৫ জুন বিকেলে সৌরাষ্ট্র-কচ্ছ লাগোয়া পাকিস্তান উপকূলে পৌঁছবে ঘূর্ণিঝড় বিপর্যয়। তারপর অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে ঢুকবে বিপর্যয়, জানিয়েছেন আবহবিদরা। ল্যান্ডফল হতে পারে করাচি ও মাণ্ডবীর মাঝে। সে সময় অতি তীব্র ঘূর্ণিঝড়ের দাপটে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। রবিবার সকালেই বিপর্যয় শক্তি বাড়িয়ে চরম তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে পূর্ব মধ্য আরব সাগরে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইছে। তবে উপকূলে পৌঁছনোর আগে কিছুটা শক্তিক্ষয়ের আশা। যদিও তাতেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের কোনও প্রত্যক্ষ প্রভাব আপাতত বাংলায় পড়েছে না। তবে হাওয়া বদল দেখা যাচ্ছে বাংলার আকাশেও (West Bengal Weather Update)। তাপপ্রবাহের সতর্কতার সঙ্গেই আবার একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। একাধিক জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। এই সময়ের মধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে।

এদিকে রবিবারের সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এদিকে এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৮৮ শতাংশের আশেপাশে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। 

Next Article