কলকাতা: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এবার হাইকোর্টে মামলা। সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাইকোর্টে মামলা দায়ের করেন। আইনজীবী তিওয়ারির বক্তব্য, অপরূপা তাঁর প্যাডে গ্রুপ সি নিয়োগের তালিকা পাঠিয়েছিলেন। সেই তালিকা ধরেই বেআইনি নিয়োগ হয়েছে। অপরূপার পাঠানো তালিকার ভিত্তিতে প্রাথীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী তিওয়ারি। তাঁর বক্তব্য, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেন সাংসদ। এই বিষয়ের পর্দাফাঁস করতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী। হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে। ২৬ এপ্রিল শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, এর আগে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই একই অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লি ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছিলেন।
তরুণজ্যোতির বক্তব্য, এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ‘প্রমাণসহ’ সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। সেক্ষেত্রে সিবিআই যেন এই বিষয়টিতে নজর দেয়। এবার আইনি পথে হাঁটতেই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
সম্প্রতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন।
বিজেপি নেতা তথা আইনজীবী নিজের সামাজিক মাধ্যমেও এবিষয়ে টুইট করেন। সামাজিক মাধ্যমে নথি আনেন শুভেন্দু অধিকারীও। যদিও সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারির বিরুদ্ধেও মানহানির নোটিস পাঠিয়েছিলেন সাংসদ। সে সময় তিনি বলেছেন, ” আপনারা আসল পেপারটা সামনে আনুন। সিবিআই ইডিকে দিন কোর্টেই দেখা হবে। এর যোগ্য জবাব আপনারা পাবেন।”