App Bike: ‘বলেছিলাম আমি ক্যানসেল করলে ফাইন কাটবে, আপনি ক্যানসেল করুন’, কথাটা শুনেই নিজের ‘রূপ’ দেখালেন অ্যাপ বাইক চালক
Jorabagan: তবে যার জন্য বাইক বুক করা হয়েছিল তাঁকে বাইকে ওঠাতে অস্বীকার করেন চালক। সেই নিয়ে কথাকাটাকাটি। আর তারপর বচসা। অভিযোগ, এরপরই দোকানের ওই ক্রেতাকে বেধড়ক মার অ্যাপ বাইক চালকের।

জোড়াবাগান: দোকানের ক্রেতা মালিককে বলেছিলেন যাতে অ্যাপ বাইক বুক করে দেন। সেই মতো ক্রেতা বাইক বুক করেও দিয়েছিলেন। বাইক চলেও আসে। তবে যার জন্য বাইক বুক করা হয়েছিল তাঁকে বাইকে ওঠাতে অস্বীকার করেন চালক। সেই নিয়ে কথাকাটাকাটি। আর তারপর বচসা। অভিযোগ, এরপরই দোকানের ওই ক্রেতাকে বেধড়ক মার অ্যাপ বাইক চালকের। ঘটনাটি ঘটেছে জোড়াবাগান এলাকায়।
জানা গিয়েছে, জোড়াবাগান থানার রবীন্দ্র সারণীতে জৈনিক সম্রাট নামে এক ব্যক্তির দোকান রয়েছে। কাঁসা-পিতলের দোকান রয়েছে তাঁর। এরপর রবিবার সন্ধে সাড়ে সাতটা থেকে আটটার সময় এক ব্যক্তি বাসন কিনতে আসেন।
সম্রাটের দোকানে বাসন কেনার পরে সেই ব্যক্তি সম্রাটকে বলেন, একটা ক্যাব বাইক চালক বুক করে দিতে। তখন নিজের ফোন থেকে একটি বাইক বুক করেন। সেই বাইক বুক করার মিনিট পাঁচেকের মধ্যেই বাইক চালক চলে আসেন। ফোনে সম্রাটের কাছে জানতে চান তিনি কোথায়? যদিও সম্রাট জানান, তিনি বাইকে যাবেন না,তাঁর যে চেনা এক কাস্টমার যাবেন।
এর কিছুক্ষণ পরই বাইক চালক আবার সম্রাটকে ফোন করে জানান, কাস্টমারকে খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে সম্রাট দোকান থেকে বেরিয়ে সেই কাস্টমারকে নিয়ে বাইক চালকের কাছে যান। কিন্তু কাস্টমারের হাতে তখন একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে কিছু বাসন ছিল। সম্রাটের দাবি, বাইক চালক পরিষ্কার বলে তিনি কোনও ব্যাগ নিয়ে যেতে পারবেন না।
সেই সময় সম্রাট জানান বাইক তিনি ক্যানসেল করলে ফাইন কাটবে। অভিযোগ, বাইক চালক করতে চান না। এই নিয়ে সম্রাটের সঙ্গে বচসা শুরু হয়। তারপর অভিযোগ সম্রাটকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন অভিযুক্ত চালক। তারপর জামা-কাপড় ছিঁড়ে দেন। আহত অবস্থায় সম্রাট রাস্তায় পড়ে যান। আশেপাশের দোকানদাররা ছুটে আসলে সেই বাইক চালক বাইক নিয়ে ওখান থেকে পালিয়ে যান। ইতিমধ্যেই জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত যুবক বলেন, “উনি বলেছিলেন ক্যানসেল করবেন না। আর আমি বলেছিলাম আমি ক্যানসেল করবে ফাইন কাটবে। তারপরই মারধর করে।”
