কলকাতা: হনুমান পুজোর অনুমতি পেতে মামলা হল কলকাতা হাইকোর্টে। একদিকে রাজ্য সরকার জানিয়েছে হনুমান জয়ন্তীর মিছিল করতে প্রায় দু হাজার আবেদন জমা পড়েছে। অন্যদিকে, আবেদন জানানো হল পুজোর জন্যও। পুজোর অনুমতি দেওয়া হলেও রাস্তা বন্ধ করে যাতে পুজো না করা হয়, সে ব্যাপারে রাজ্যকে সতর্ক করেছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি মন্তব্য করেন, ‘রাস্তা বন্ধ করে পুজো আমি সমর্থন করি না। এটা আমার ব্যাক্তিগত মত। তবে বছরের পর বছর ধরে এখানে এই সংস্কৃতি চলে আসছে।’
বৃহস্পতিবার ও শুক্রবার- এই দু দিন পুজোর অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে বিচারপতি মান্থা বলেন, রাজ্য যদি কোনও নির্দিষ্ট গাইডলাইন না তৈরি করে, সবার জন্য একই নিয়ম না করে, আর সেটা শক্ত হাতে নিয়ম পালন না করে, তাহলে পুজো, মেলা বা উৎসবের নামে এই ব্যবস্থা চলবেই।
শিশু ভারত গ্রাউন্ড চত্বরে মেলা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। শান্তিপূর্ণভাবে পুজো করার প্রতিশ্রুতি দিয়ে অনুমতি চাওয়া হয়। বুধবার ছিল সেই মামলার শুনানি। দুদিন পুজোর অনুমতি দিয়েছে সিঙ্গল বেঞ্চ।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট আধাসামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর আগে বুধবার থেকেই এলাকায় পুলিশ যাতে রুট মার্চ করে, সেই নির্দেশও দিয়েছে আদালত।